একান্ত যদি ছবি পাঠাতেই হয়, তাহলে কটি কথা মাথায় রাখুন। সে যতই বিশ্বাস যোগ্য হোক ছবি এডিট করে পাঠাবেন। এমন ভাবে এ়ডিট করুন, যাতে আপনার মুখ ও গোপনাঙ্গ ব্লার থাকে। ফোনেই ছবি এডিট করার প্রচুর অপশন আছে। তাই সবার আগে মুখ ও গোপনাঙ্গ ব্লার করে তবেই সেই ছবি পাঠাবেন।