সম্পর্ককে মজবুত করতে মানসিক ভাবে সংযুক্তির বিশেষ প্রয়োজন। যৌনমিলন শুধু শারীরিকই নয়, মানসিক দিক থেকেও রিলেশনশিপকে আরও মজবুত করে তোলে। তবে সঙ্গমের সময়টুকু শুধু নিজেদের এবং পরমুহূর্তে বিষয়টা থেকে বেরিয়ে যাওয়া, এটাই কিন্তু ঠিক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শারীরিক মিলনের পরেও এমন কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত, যাতে সম্পর্ক আরও দৃঢ় ও ভালবাসার হয়। তবে বিয়ের আগেই সঙ্গমে লিপ্ত হয়েছেন, কতটা নিরাপদ যৌনমিলন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।
যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে। সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দুজনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান। অনেকেই উদ্দাম যৌন মিলন পছন্দ করেন। কিন্তু অনেক সময়েই মিলনের সময় একাধিক সমস্যায় পড়েন দম্পত্তিরা।
28
যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে। সঙ্গমের সময়টাতে ছেলে হোক কিংবা মেয়ে দুজনেই পুরো সময়টাতে একান্তভাবে কাটাতে চান। অনেকেই উদ্দাম যৌন মিলন পছন্দ করেন। কিন্তু অনেক সময়েই মিলনের সময় একাধিক সমস্যায় পড়েন দম্পত্তিরা।
38
যৌন সম্পর্ক নিয়ে অনেকেরই অনেকরকমের ফ্যান্টাসি রয়েছে। সমাজ আধুনিক হলেও বিয়ের আগের যৌনতা নিয়ে ছুঁৎমার্গ যেন কাটছে না।
48
অনেকের মতেই বিয়ের আগে যৌনতার ক্ষেত্রে ধর্মীয় মতামতও একটি কারণ ছিল। এবং সেই কারণেই বিয়ের আগের যৌন মিলন সমাজের চোখে নিন্দনীয়।
58
কারণ বিয়ের আগের যৌনমিলনে আবাঞ্ছিত সন্তান সম্পত্তির অংশীদার হবে, ভাগ বসাবে এই ধারণাও ছিল মানুষের মনে।
68
কিন্তু বর্তমান আধুনিক যুগে এই ধারণা অনেকটাই বদলেছে। বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে হোক কিংবা পরে যৌনমিলনের সময় সতর্ক থাকা ভীষণ জরুরি।
78
কারণ সম্পর্কে কখন নেতিবাচক প্রভাব পড়বে তা বলা মুশকিল। কারণ বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সেটা শারীরিক ও মানসিক সমস্যায় ফেলতে পারে।
88
যৌন মিলনের ফলে যৌনরোগ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকে। তাই সুরক্ষা বজায় রেখে সঙ্গমে লিপ্ত হলে কোনওরকম সমস্যা হবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।