ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সঙ্গমের প্রবল ইচ্ছা, প্রিয়জনকে শয্যাসঙ্গী করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

সুস্থতার চাবিকাঠি ভালবাসার সম্পর্ক। আর সম্পর্কের  গাঢ় বন্ধন মানেই যৌন মিলন। ঘনিষ্ঠ বন্ধুর প্রতি শারীরিক সম্পর্ক অনেকেই রাখতে চান, অনেকেরই যৌন মিলনের আসক্তি থাকে। কিন্তু সমীক্ষা বলছে, বন্ধুর প্রতি শারীরিক অন্তরঙ্গতা অস্বাভাবিক কিছু নয়, দুজনের মধ্যে সমান সঙ্গমের ইচ্ছা থাকলে তাহলে এগোনো যেতেই পারে। কিন্তু ঘনিষ্ঠ বন্ধুকে শয্যাসঙ্গী করার আগে, মাথায় রাখুন গুরুত্বপূর্ণ কিছু বিষয়। 

Riya Das | Published : Jul 23, 2021 1:35 PM
19
ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সঙ্গমের প্রবল ইচ্ছা, প্রিয়জনকে শয্যাসঙ্গী করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

 ঘনিষ্ঠ বন্ধুর প্রতি শারীরিক সম্পর্ক অনেকেই রাখতে চান, অনেকেরই যৌন মিলনের আসক্তি থাকে। 

29

কিন্তু সমীক্ষা বলছে, বন্ধুর প্রতি শারীরিক অন্তরঙ্গতা অস্বাভাবিক কিছু নয়, দুজনের মধ্যে সমান সঙ্গমের ইচ্ছা থাকলে তাহলে এগোনো যেতেই পারে। 

39


ফ্রেন্ডশিপের সম্পর্ক থেকে কী চাইছে দুজনে, সেই বিষয়ে একে অপরের কাছে পরিস্কার থাকতে হবে। বন্ধু থেকেই যৌনমিলনে আবদ্ধ হবেন নাকি নিজেদের সম্পর্কটাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবেন, তা সবার আগে জানতে হবে।

49


তবে হঠাৎ করে যদি একজনের যৌনমিলনে আগ্রহ না থাকে, তাহলে বিষয়টা স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। এটা ভুললে চলবে না।

59


যৌনমিলন মানেই একজন মানুষের সব অধিকার পাওয়া নয়, কারোর সঙ্গে ডেট করলে রেগে গেলে চলবে না। 

69

একে অপরের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার পরেও একজন অন্য কাউকে ভালবাসতে পারেন। কিন্তু অপরজনের ইচ্ছা  না হলেও সেইদিকটাও মাথায় রাখতে হবে।

79


ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যৌনমিলনের পর যদিও কোনও সমস্যা হয়, সেটা সামলাতে পারবেন কিনা, তা আগে থেকেই ভেবে নিন।

89


এই সম্পর্ক যেন বন্ধুদের সার্কেলে জানাজানি না হয়, সম্পর্ককে গোপন রাখতে না পারলেই সমস্যায় পড়তে হতে পারে দুজনকেই। 

99

সুতরাং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সঙ্গমের আগে সবদিক বিবেচনা করে নেওয়াটাই শ্রেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos