যৌন রোগ মানেই এইডস নয়, না লুকিয়ে জানুন এই উপসর্গ গুলি আছে কি

যৌন মিলন যেমন মানুষের জীবনে খুবই স্বাভাবিক। তেমনই শরীর থাকলেই রোগ হবে। আর দশটা রোগের মত যৌন রোগও স্বাভাবিক। তাই মোটে একে লজ্জা পেয়ে লুকিয়ে রাখা উচিত নয়। তাই যৌন রোগ মানেই যে এইডস, তেমনটাও নয় কিন্তু। চলুন যৌন রোগ নিয়ে খোলামেলা আলোচনা করা যাক, সচেতনা ছড়িয়ে কীভাবে যৌন রোগ মুক্ত সুস্থ জীবন ফিরে পাওয়া যায়, জেনে নিন। 

Ritam Talukder | / Updated: Mar 24 2022, 06:00 AM IST
110
যৌন রোগ মানেই এইডস নয়, না লুকিয়ে জানুন এই উপসর্গ গুলি আছে কি

ক্ল্যামিডিয়া যোনি পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এই রোগের লক্ষণ। গড়ে ৫০ শতাংশ পুরুষ এবং ৭০ শতাংশ মহিলার মধ্যে এই রোগ দেখা যায়। দ্রুত চিকিৎসা করে উঠলে এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব।

210

 গনোরিয়াও একটি যৌন রোগ। সাধারণত এই রোগ ক্ল্যামেডিয়রা সঙ্গে সঙ্গেই হয়। এই রোগেও যোনি পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ এবং মূত্র ত্যাগের সময় যন্ত্রনা হয়। চিকিৎসা না করালে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।

310

  ৮০ শতাংশ মানুষ তাঁদের যৌনাঙ্গে যে হার্পিস রয়েছে, তা জানেন না। তাঁদের শরীর আশলে একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। অজান্তের তাঁরা সঙ্গী বা সঙ্গীনির শরীরে এই রোগ সংক্রামিত করে। যৌনাঙ্গে ছোটো  ছোট ফোস্কা বা র ্যাশের লক্ষণ দেখা যায়।

410

প্রাচীন কাল থেকেই মানুষ সিফিলিসে আক্রান্ত হয়েছে। এই রোগে যৌনাঙ্গ, পায়ুদ্বারের মুখে আলসার হয়। যৌন রোগগুলির মধ্যে এটি অন্যতম মারণ রোগ। তবে ঠিক সময়ে ধরা পড়লে এই রোগও সারানো যায়।

510

 যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্ট। এটিও যৌনাঙ্গের চারিপাশে র ্যাশ তৈরি করে। এই রোগ সংক্রামিত হয়ে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। ফোস্কার মত হয়, পরে আলচারে পরিণত হয়।

610

অনেকেই জানেন না যৌন সংসর্গের ফলে হেপাটাইটিস বি এর মতো রোগও ছড়াতে পারে। লিভার সংক্রান্ত জটিলতা, মূত্রের রঙ পরিবর্তন এবং গা বমি বমি ভাব দেখতে পাওয়া যায়।

710

 যৌন সংসর্গে এইডস রোগ এক শরীর থেকে অন্য শরীরে যায়। সাধারণত এটি নিয়ে মানুষের ভূূল ধারণা থাকে। এইচআইভি ভাইরাস কিন্তু মারণ রোগ নয়, তবে এটি শরীরে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে।

810

মাথার চুলের মতো যৌনকেশেও উকুন থাকতে পারে । শারীরিক মিলনের সময় তা এক শরীর থেকে অন্য শরীরে চলে যায়। এই কারণে অনেকসময় যৌনাঙ্গের আশেপাশে চুলকানি তৈরি হতে পারে।

910

 ট্রাইকোমোনিয়াসিস ও একটি যৌন রোগ। সঙ্গমের সময় যৌনাঙ্গে যন্ত্রনা এবং মূত্রত্যাগের সময়ও যন্ত্রনা হয়। যৌনাঙ্গ থেকে অস্বাভাভিক ক্ষরণ হতে থাকে।

1010

 ব্যাকটিরিয়াল ভ্যাজাইনোসে যৌনঙ্গে গন্ধ তৈরি হয়। এটি মূলত যোনি থেকে নিঃসরণে দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেকেই বুঝতে না পেরে সঙ্গীর উপর রাগ করেন।  তবে অন্যান্য রোগের তুলনায় এই রোগ দ্রুত সেরে যায়।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos