বাধনছাড়া সঙ্গমে শরীরে ফুটে উঠেছে 'Love Bites', দাগ ঢাকতে যা করবেন

Published : Nov 23, 2020, 06:13 PM ISTUpdated : Nov 23, 2020, 06:20 PM IST

সঙ্গমের সময় কোনওদিকেই খেয়াল থাকে না। যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। পরিপূর্ণভাবে তা উপভোগ করতে গিয়েই অন্তিম মুহূর্তে সারা শরীরে ফুটে ওঠে 'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু। যৌন মিলনের পর এই দাগ নিয়ে অনেকেই ভীষণ চিন্তিত হয়ে পড়েন। কারণ গলায়, ঘাড়ে এই দাগ দেখে কানাঘুষো করেন অনেকেই।  ভালবাসার এই লাভ বাইটস নিমেষে উধাও হবে এই ট্রিকসে। 

PREV
17
বাধনছাড়া সঙ্গমে শরীরে ফুটে উঠেছে 'Love Bites', দাগ ঢাকতে যা করবেন

যৌনতায় দিশেহারা হয়েই  সারা শরীর জুড়ে  ফুটে ওঠে  'লাভ বাইটস'। এই ভালবাসার দাগ পরম আদরের হলেও লোকের চোখে তা ভীষণই দৃষ্টিকটু। 

27

গলায়, ঘাড়ে কিংবা গালে যেখানেই এই দাগ পরুক না কেন তা নিয়ে প্রেমিক-প্রেমিকা আদিখেত্যা অন্যদের কাছে সমালোচনার বিষয়। এবার থেকে সেই সমস্যার সমাধান হবে নিমেষে।

37

সঙ্গীনিকে চরম তৃপ্তি দিতে সেক্স পজিশন ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একঘেয়ে সেক্স পজিশনে সঙ্গমে একঘেয়েমি চলে আসে। আর সঙ্গমের সময় কোনওকিছুই যেন মাথায় থাকেনা।

47

যেখানে লাভ বাইট ফুটে উঠেছে সেই জায়গায় অন্তত বরফ দিয়ে ঘষে নিন। মিনিট ৫-১০ চেপে রাখুন বরফ।

57


বরফ দেওয়ার পরই ওই জায়গায় ফের রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে এবং দ্রুত সেই জায়গাটি আগের মতোন নর্মাল হয়ে যাবে।

67

রাতের বেলা বরফ দেওয়ার পর ময়েশ্চারাইজার দিয়ে ওই জায়গায় ভাল করে ম্যাসাজ করুন।

77

ভালবাসার এই লাভ বাইটস নিমেষে উধাও হবে এই ট্রিকসে। 

click me!

Recommended Stories