বন্ধুর মান ভাঙাতে চান, বা বন্ধুত্ব গাাঢ় করার ইচ্ছে, ফ্রেন্ডসিপ ডে-তে ঠিক কোন গোলাপটা বন্ধুকে দেবে জেনে নিন

বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা এক কথায় বলতে সারা জীবনের সঙ্গী, প্রতিটা পদক্ষেপে একে অন্যকে চোখে হারানো। মন ভালো করা হক বা মন খারাপের অনুভুতিরা, কোথাও গিয়ে যেন মিলে মিশে একাকার হয়ে যায় ওই একটাই শব্দে, বন্ধুত্ব। 

Jayita Chandra | Published : Aug 1, 2021 2:11 PM
19
বন্ধুর মান ভাঙাতে চান, বা বন্ধুত্ব গাাঢ় করার ইচ্ছে, ফ্রেন্ডসিপ ডে-তে ঠিক কোন গোলাপটা বন্ধুকে দেবে জেনে নিন
রেনবো গোলাপঃ এটি এখন ফ্যাশন, কাউকে রঙিন জীবনের বার্তা পাঠাতে এই রঙের ফুল উপহার দিন।
29
হলুদ গোলাপঃ এই গোলাপ বন্ধুত্বের প্রতীক। দীর্ঘদিনের কাছের বন্ধুর হাতে আজ তুলে দিন এই ফুল।
39
নীল গোলাপঃ রহস্যময় সম্পর্কের প্রতীক এই ফুল। তাই ভেবে চিন্তেই এই ফুল কাউকে দেওয়া উচিত।
49
সাদা গোলাপঃ শান্তির প্রতীক এই গোলাপ। সাধারণত কাউকে আন্তরিকতা বোঝাতে দেওয়া হয় এই গোলাপ।
59
গোলাপী গোলাপঃ কমনীয়তা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কারুর প্রতি কৃতজ্ঞ থাকলে এই ফুল দিন।
69

আপনার গার্লফ্রেন্ডকে একগোছা লাল গোলাপ ফুলের তোড়া উপহার দিন এবং আপনার ভালবাসা প্রকাশ করুন। আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী এই বিশেষ মুহূর্তটি কখনই ভুলতে পারবেন না।

79
বার্গেন্ডি গোলাপঃ কারুর রূপে মুগ্ধ হয়ে থাকলে নিঃসন্দেহে তাঁর হাতে তুলে দিন এই গোলাপ।
89
বিভিন্ন রঙের গোলাপঃ এই গোলাপ প্রকৃত ভালোবাসা উজার করে বোঝাতে সাহায্য করবে, যার মধ্যে বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা, শান্তি, সৌন্দর্য সবই থাকবে।
99
ক্রিম গোলাপঃ কাছের মানুষ, যাঁর ব্যক্তত্ব দ্বারা আপনি প্রভাবিত, এক কথায় যাঁকে আপনি আদর্শ মনে করেন, তাঁকে এই ফুল।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos