চিন, ভুটান, নেপালে পাওয়া গেলেও এই ফাঙ্গাস ভারতের একমাত্র উত্তরাখণ্ডেই পাওয়া যায়। এই ফাঙ্গাসকে লাল তালিকা ভুক্ত করার পর সমস্যা হবে উত্তরাখণ্ডের একাধিক মানুষের। কারণ সেখানকার গ্রামের বেশিরভাগ বাসিন্দারাই দিনাতিপাত করে এই ফাঙ্গাস সংগ্রহ করেই। বাজার চলতি 'ভায়াগ্রা' আর নয়, শারীরিক মিলন দীর্ঘস্থায়ী করতে দ্বিগুণ কার্যকরী 'হিমালয়ান ভায়াগ্রা'।