আমেরিকা ও ব্রিটেনের যৌন বিশেষজ্ঞ চিকিংসকদের মতে, দাম্পত্য যত পুরনো হতে থাকে ততই যৌনতার সুখে নানা ধরনের অতৃপ্তি তৈরি হতে থাকে। একদিকে যেমন একই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌনতার খেলায় সুখ-কে অনুভব করে যাওয়াটা মানসিকভাবে একটা একঘেয়েমি তৈরি করে তেমনি, একজন মহিলার ক্ষেত্রে বারবার যৌনতায় যোনির আঁটাসাঁটো ভাবটাও কমতে থাকে। বিশেষ করে, আমেরিকা, ব্রিটেনে এবং ইউরোপের বহু দেশেই গর্ভবতী মহিলারা ন্যাচরাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করে থাকেন। এতে যোনির ঢিলে-ঢোলা ভাবটা আরও বেড়ে যায়। ফলে, ওই মহিলা যখন তাঁর সঙ্গীর সঙ্গে যৌনতার খেলায় মেতে ওঠেন তখন তাদের মধ্যে অর্গাজম-এর চরম মুহূর্তকে উপভোগ করাটা কঠিন হয়ে যায়।