মারাদোনা থেকে রোসি, পিকে থেকে চুনি, ২০২০-তে খেলা পাগল বাঙালি হারাল অনেক কিছু

অভিসপ্ত ২০২০ সালকে বিদায় জানানোর শেষ লগ্ন চলে এসেছে। 'বিশে বিষ' সালকে বিদায় জানানোর প্রহর গুনছে গোটা বিশ্ব। ক্রীড়া ক্ষেত্রেও চলতি বছরে বিদায় জানাতে হয়েছে একাধিক কিংবদন্তীকে। বছর শেষে আরও একবার দেখে নেওয়া যাক ক্রীড়া মহাকাশ থেকে চলতি বছরে ঝড়ে পড়ল কোন কোন নক্ষত্র। নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে সেই সকল খ্যাতনামা ব্যক্তিদের স্মরণে ও সম্মান জানানোর উদ্দেশ্যেই এই প্রতিবেদন। 
 

Sudip Paul | Published : Dec 31, 2020 12:50 PM / Updated: Dec 31 2020, 12:53 PM IST
110
মারাদোনা থেকে রোসি, পিকে থেকে চুনি, ২০২০-তে খেলা পাগল বাঙালি হারাল অনেক কিছু

পিকে বন্দোপাধ্যায়ঃ
ভারতীয় ফুটবলের কিংবদন্তি তথা স্বর্ণযুগের অধিনায়ক প্রদীপ কুমার বন্দোপাধ্যায় গত ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের ফুটবলের মহীরুহ হিসেবে বিবেচনা করা হয় প্রাক্তন এই ফুটবলার এবং দিকপাল কোচকে। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা সহ অন্যান্য রোগভোগের পর ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দেন না ফেরার দেশে। পিকের 'পেপ টক' চির স্মরণীয় হয়ে থাকবে ময়দানে। 
 

210

চুনী গোস্বামীঃ
 পিকে বন্দোপাধ্যায় চলে যাওয়ার ঠিক কয়েকদিন বাদেই ভারতীয় ফুটবল হারায় তার আরও এক কিংবদন্তি চুনী গোস্বামীকে। ১৯৬২ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সমান পারদর্শী চুনী গোস্বামীর নেতৃত্বে ১৯৭১-৭২ রঞ্জি ট্রফি ফাইনালও খেলেছিল বাংলা। ১৯৮৩ পদ্মশ্রী, ২০০৫ মোহনবাগান রত্নে ভূষিত হয়েছিলেন এই দিকপাল। দীর্ঘ রোগভোগের পর গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তির।
 

310

নিখিল নন্দীঃ
২০২০-র শেষ লগ্নে এসে ভারতীয় ক্রীড়া ক্ষত্রে আরও এক নক্ষত্রপতন হয়।  প্রয়াত হন কিংবদন্তী অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী। দীর্ঘিদন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২৯ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।  ১৯৫৮-য় তাঁর নেতৃত্বেই দুই প্রধান ইস্ট-মোহনকে টপকে কলকাতা লিগ জেতে ইস্টার্ন রেল।
 

410

বলবীর সিং সিনিয়রঃ
গত মে মাসে চলে গেলেন তিনবারের অলিম্পিক সোনাজয়ী দলের সদস্য বলবীর সিং সিনিয়র। ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬ টানা তিনটি অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এই কিংবন্তি। পরবর্তীতে পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

510

দিয়েগো মারাদোনাঃ
এ তালিকায় সবথেকে বড় তারকা নিঃসন্দেহে ফুটবলের রাজপুত্রই। একটা প্রজন্মকে ফুটবল ভালবাসতে শিখিয়েছেন মারাদোনা। প্রায় একার কাঁধে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবা অবনমনে থাকা ইটালিয়ান ক্লাব নাপোলিকে ইউরোপ সেরা করা, বিশ্বাস্য কীর্তির ইয়ত্তা নেই তাঁর। ২৫ নভেম্বর নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর। 
 

610

চেতন চৌহানঃ
১৬ আগস্ট ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ৪০টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ মোট ২০৮৪ রান। সুনীল গাভাসকরের সঙ্গে দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলভাবে ভারতীয় ইনিংস শুরু করেছেন তিনি।
 

710

ডিন জোন্সঃ
প্রাক্তন অজি অলরাউন্ডারটির এ বছর আইপিএল চলাকালীন আকস্মিক মৃত্যু হয়। ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের আদরের ‘ডিনো’। প্রায় আট বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাগি গ্রিন টুপি সামলেছিলেন তিনি।
 

810

পাওলো রোসিঃ
মারাদোনার মৃত্যুর এক সপ্তাহ যেতে না যেতেই মারা যান আর এক বিশ্বজয়ী ফুটবলার। ১৯৮২-র বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল দুটোই জেতেন রোসি। সে বছরেই জেতেন ব্যালন ডো’র পুরস্কার। ক্লাব ফুটবলেও তিনি রেখে গিয়েছেন অনন্য সব কীর্তি। 
 

910

জেরার্ড হাউলিয়ারঃ
 ১৪ ডিসেম্বর ৭৩ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লিভারপুলের কিংবদন্তি ফরাসি কোচ জেরার্ড হাউলিয়ার। ১৯৯৮-২০০৪ তাঁর কোচিংয়ে ৫টি মেজর খেতাব এসেছিল রেডস’দের ঘরে। যার মধ্যে ২০০০-০১ ত্রিমুকুট জিতেছিল লিভারপুল। ওই মরশুমে উয়েফা কাপ, এফএ কাপ এবং লিগ কাপ জিতেছিল লিভারপুল।
 

1010

কোবে ব্রায়ান্টঃ
কোভিড-১৯ প্রাদুর্ভাবের আগে ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান নামী বাস্কেটবল তারকা কোবে। বয়স হয়েছিল মাত্র ৪২। সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের কন্যাসন্তান গিগি, মৃত্যু হয় তারও। তাঁর মৃত্যুতে শুধু বাস্কেটবল নয়, শোকস্তব্ধ হয় সমগ্র ক্রীড়াদুনিয়া। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos