তারও আগে, যুবরাজ সিং-এর ক্রিকেট কেরিয়ারের শুরুর দিনে তাঁর সঙ্গেও কিম শর্মার সম্পর্ক ছিল। দীর্ঘ চার বছর ধরে ডেট করেছিলেন তাঁরা। তবে কেন তাঁদের প্রেম বিয়েতে গড়ালো না, তা নিয়ে কিম বা যুবি কিছু বলেননি। রিপোর্ট অনুসারে, কিমের অতিরিক্ত অবসেশন যুবরাজকে বিমুখ করে তুলেছিল। কেউ কেউ বলেন, যুবরাজের মায়ের কিমকে পছন্দ ছিল না।