মালা থেকে বরণ ডালা, টোকিওতে 'যুদ্ধজয়ের' লক্ষ্যে বীরের সংবর্ধনা পেল ভারতীয় হকি দল

টোকিও পারি দেওয়ার আগে বেঙ্গালুরু সাইতে অনুশীলন সেরেছে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। শনিবারই হকি দল বেঙ্গালুরু থেকে দিল্লির পারি দিল। সেখান থেকে রাতের বিমানে টোকিও উড়ে যাবে ভারতীয় হকি দল। টোকিওতে যাওয়ার আগে রীতিমত যুদ্ধ যাওয়ার মত 'বরণ' করা হল  প্লেয়ারদের। আইওএ প্রেসিডেন্টন নরিন্দ্র বাত্রা সেই ছবি শেয়ার করেছেন। চলুন দেখা যাক কীভাবে রওনা দিল ভারতীয় হকি দল।
 

Sudip Paul | Published : Jul 17, 2021 12:09 PM IST / Updated: Jul 22 2021, 12:14 PM IST

18
মালা থেকে বরণ ডালা, টোকিওতে 'যুদ্ধজয়ের' লক্ষ্যে বীরের সংবর্ধনা পেল ভারতীয় হকি দল
টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভারতীয় হকি দলটি সবচেয়ে বড়। যার মধ্যে ১৯ জন পুরুষ, ১৯ জন মহিলা এবং ১৫ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছে।
28
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা গত পাঁচ বছরে এবং বিশেষত মহামারীকালীন সময়ে উভয় হকি দলই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাই বেঙ্গালরুকে ধন্যবাদ জানান। হকি উভয় দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।
38
বেঙ্গালুরু সাই থেকে দিল্লি যাচ্ছেন ভারতীয় মহিলা হকি দল ও সাপোর্টিং স্টাফরা।
48
ভারতীয় পুরুষ দল এবার পদক জয়ের অন্যতম দাবিদার। তারাও রওনা হলেন দিল্লি ও তারপর সেখান থেকে টোকিওর উদ্দেশ্যে।
58
হকি দলের প্লেয়ার সহ সকলকে মালা পরিয়ে বরণ করা হয় ওসকলের সাফল্য কামনা করা হয়।
68
শুধু পুরুষ নয় মহিলা হকি দলও এবার অলিম্পিক্সে ভাল ফল করবে বলে আত্মবিশ্বাসী সকলেই। ভারতীয় দল রওনা হওয়ার আগে বাসেরও পূজো করা হয়।
78
শেষে ভারতীয় পতাকা দেখিয়ে বাস ছাড়া হয় দিল্লির উদ্দেশ্যে।
88
সেখান থেকে রাতের বিমানে টোকিও উড়ে যাবে পুরুষ ও মহিলা ভারতীয় হকি দল।
Share this Photo Gallery
click me!
Recommended Photos