টোকিও পারি দেওয়ার আগে বেঙ্গালুরু সাইতে অনুশীলন সেরেছে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। শনিবারই হকি দল বেঙ্গালুরু থেকে দিল্লির পারি দিল। সেখান থেকে রাতের বিমানে টোকিও উড়ে যাবে ভারতীয় হকি দল। টোকিওতে যাওয়ার আগে রীতিমত যুদ্ধ যাওয়ার মত 'বরণ' করা হল প্লেয়ারদের। আইওএ প্রেসিডেন্টন নরিন্দ্র বাত্রা সেই ছবি শেয়ার করেছেন। চলুন দেখা যাক কীভাবে রওনা দিল ভারতীয় হকি দল।