২০১৭ সালে যখন শৈলীর বয়স ১৪ বছর, তখন বিজয়ওয়াড়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জের স্বামী রবার্ট ববি জর্জ। শৈলী সেই প্রতিযোগিতায় পদক জিততে পারেনি, কিন্তু রবার্ট তার প্রতিভার স্বীকৃতি দিয়েছিল।