গত বছর করোনা ভাইরাস মহামারীর কারণে এক বছর পিছিয়ে গিয়েছিল বিশ্বের সবথেকে বড় স্পোর্টিং ইভেন্ট অলিম্পিকস। যা অলিম্পিকের ইতিহাসে প্রথমবার। চলতি বছরের জুলাই-আগস্টে হওয়ার কথা টোকিও অলিম্পিকসের। কিন্তু করোনা রক্তচক্ষু ফের মাথা চাড়া দিয়েছে জাপানে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক এমন জল্পনাও শোনা যাচ্ছে। তবে এই সব কিছুর মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল জাপান সরকার।