মজার বিষয় হল, তাদের পরিবারের কারোরই জ্যাভেলিন সম্পর্কে কোন ধারণাই ছিল না। নীারজ জ্যাভেলিন ছোড়া শুরু করার পরই এই খেলাটি সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন তারা। আর তাদের প্রতিক্রিয়া ছিল, 'ভল্লা ফেকনা ভি খেল হোতা হ্যায় কেয়া' (জ্যাভেলিন ছোড়াও আবার খেলা নাকি)?