মেরি কম (বক্সিং)-
ভারতীয় স্বর্ণপদক জয়ী মেরি কম চোটের কারণে কমনওয়েলথ গেমসের ট্রায়াল থেকে বাদ পড়েছিলেন। যোগ্যতা অর্জন পর্বের খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মেরি কম। চোট গুরুতর হওয়ায় সেই ম্যাচও মাঝপথে ছাড়তে হয় মেরিকে, একইসঙ্গে ছিটকে যান কমনওয়েলথ গেমস থেকে।