সেই প্রশ্নে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন নীরজ। থুতনিতে হাত দিয়ে বলতে থাকেন, 'সরি, স্যার। শুধু সরি বলে দিলাম, এটাই যা।' সেই প্রশ্ন ফের করা হলে নীরজ বলেন, ‘দয়া করে, আপনি জবাব দিয়ে দিন।’ রীতিমতো বিরক্তির সঙ্গে নীরজ বলেন, ‘আপনার প্রশ্নে এমনিতেই আমার মন ভরে গিয়েছে। কিন্তু, না। প্লিজ।'