কার রেসার থেকে হয়েছেন পর্ণ স্টার, ভাইরাল রেনে গার্সির 'হ্যাপি নিউ ইয়ার'-এর চমকদার শুভেচ্ছা

অভাবের তারনায় কার রেসার থেকে পর্ণ দুনিয়ায় নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ার রেনে গার্সি। বর্তমানে কোটি টাকার পাশাপাশি বিশ্ব জুড়ে তার কোটি কোটি ফ্যান। নিউ ইয়ারের আগে নতুন ফটো শুটে নেট দুনিয়ায় আরও একবার আগুন ঝড়ালেন রেনে গার্সি। একইসঙ্গে চমকদার পদ্ধতিতে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রেনে গার্সি।
 

Sudip Paul | Published : Dec 30, 2020 4:44 PM / Updated: Dec 30 2020, 04:47 PM IST
110
কার রেসার থেকে হয়েছেন পর্ণ স্টার, ভাইরাল রেনে গার্সির 'হ্যাপি নিউ ইয়ার'-এর চমকদার শুভেচ্ছা

অস্ট্রেলিয়ার প্রাক্তন কার রেসার রেনে গার্সির কথা আমাদের সকলের জানা। অভাবের তারনার তাকে ছাড়তে হয়েছিল কার রেসিং।
 

210

দেনার দায় ও পরিবারের জন্য তাকে বেছে নিতে হয়েছিল পর্ণ দুনিয়াকে। সেখানে কয়েক দিনের মধ্যে ভাগ্য ঘুড়ে যায় রেনের।
 

310

বর্তমানে কোটি কোটি টাকা রোজগার করছে রেনে গার্সিয়া। পরিবারও নিজের সব ,মস্যার সমাধানও করেছেন নিজেই
 

410

তবে কার রেসিং যে তার ভালোবাসা ও স্বপ্ন সেই কথা জানিয়েছেন। সুযোগ পেলে ফের কার রেসিংয়ে নামার ইচ্ছে প্রকাশও করেছেন রেনে।
 

510

বর্তমানে তার হট ফটোশুট মুহূর্তর মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায়। বিশ্ব জুড়ে তার কোটি কোটি ফ্যান।
 

610

নিজের ফ্যানেদের জন্য ক্রিসমাস ও নতুন বছরেরের জন্য ফটো শুট করেছেন রেনে গার্সি। যেই ছিব ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
 

710

ক্রিসমাস উপলক্ষ্যে লাল বিকিনিতে এই ছবিটি শেয়ার করেছেন রেনে। যা সোশ্যাল মিডিয়ায় হট কেকে হয়ে উঠেছে। 
 

810

এতো সবে কলির সন্ধে। নিউ ইয়ার ২০২১ উপলক্ষ্যে শেয়ার করা তার ছবি সকলকে পাগল করে তুলেছে।
 

910

এইরকম চমকদারভাবে কালো বিকিনিতে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে নিজের ছবি শেয়ার করেছেন রেনে। যা তার ভক্তদের রাতের ঘুম কেড়েছে।
 

1010

রেনে গার্সির হটনেস ও রূপে মুগ্ধ সকলেই। প্রিয়া তারকার কাছ থেকে এমন নতুন বছরে শুভেচ্ছা পেয়ে পাল্টা তাকেও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos