সিন্ধু-দীপিকা-পুজাদের জয়, কী করল বাকিরা, জানুন বুধবার অলিম্পিকে দিনভর ভারতের পারফরমেন্স

বুধবার কোনও পদক না আসলেও, মোটের উপর একাধিক বিভাগে ভালো পারফর্ম করল ভারতীয় প্লেয়াররা। ব্য়াডমিন্টন ও তিরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌছলেন পিভি সিন্ধু ও দীপিকা কুমারি। অপরদিকে বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন পুজা রানি। এক ঝলকে দেখে নিন বুধবার অলিম্পিকে ভারতীয় দলের পারফরমেন্স।
 

Sudip Paul | Published : Jul 28, 2021 2:01 PM IST
110
সিন্ধু-দীপিকা-পুজাদের জয়, কী করল বাকিরা, জানুন বুধবার অলিম্পিকে দিনভর ভারতের পারফরমেন্স
ভারতীয় মহিলা হকি দলের হারের হ্যাটট্রিক- টোকিও অলিম্পিকে মহিলা হকিতে টানা তৃতীয় হার। নেদারল্যান্ড, জার্মানির পর গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। ৪-১ গোলে হারতে হল রানি রামপালদের। পরপর তিনটি ম্যাচ হারায় পরের রাউন্ডে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল ভারতের। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্য়াচের ফলাফলের দিকে।
210
দুরন্ত জয় পিভি সিন্ধুর- টোকিও অলিম্পিকে অব্যাহত পিভি সিন্ধুর জয় যাত্রা। প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ার পর দ্বিতীয় ম্য়াচেও পাওয়া গেল দুরন্ত সিন্ধুকে। স্ট্রেট সেটে জয় পেলেন ভারতীয় তারকা শাটলার। বুধবার হংকং-এর চিউং ই-কে কার্যত দাঁড়াতেই দেননি পিভি সিন্ধু। প্রথম ম্য়াচের থেকেও বেশি অ্যাটাকিং ছিলেন তিনি এদিন। পুরো ম্য়াচে নিজের দাপট বজায় রেখেছিলেন রিও অলিম্পিকের রূপো জয়ী। খেলার ফল ২১-৯ ও ২১-১৬। ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন পিভি সিন্ধু।
310
প্রথম রাউন্ডে জয় তরুণদীপ রাইয়ের- তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে বুধবার সকালে শুরুটা ভালোই করেছিলেন ভারতের তরুণদীপ রাই। প্রথম রাউন্ডে তৃতীয় সেট পর্যন্ত পিছিয়ে ছিলেন তিনি। সেখান থেকে দুরন্তভাবে কামব্যাক করে জয় ছিনিয়ে এনেছিলেন ভারতীয় তিরন্দাজ। ইউক্রেনের প্রতিপক্ষ ওলেক্সি হানবিনকে ৬-৪ ব্যবধানে হারিয়ে জায়গা করে নেন দ্বিতীয় রাউন্ডে।
410
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় তরুণদীপ রাইয়ের- দ্বিতীয় রাউন্ডে তরুণদীপ রাইয়ের প্রতিপক্ষ ছিলেন ইজরায়েলের ইতাই শানি। নির্ধারিত ৫ সেটে টানটান লড়াই হয় দুজনের মধ্যে। ম্যাচ ৫-৫ পয়েন্টের সমতায় শেষ হয়। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য খেলা গড়ায় শুট-অফে। সেখানে প্রথম তিরেই ম্যাচের ফলাফল নির্ধারিত করে দেন ইতাই শানি। ইজরায়েলের তিরন্দাজ শুট-অফে ১০ পয়েন্ট সংগ্রহ করেন। কিন্তু তরুণদীপ ৯ পয়েন্টে আটকে যান। ফলে শুট অফে হেরে ভারতীয় তিরন্দাজকে বিদায় নিতে হয় ব্যক্তিগত ইভেন্ট থেকে
510
প্রথম রাউন্ডে জয় প্রবীণ যাদবের- তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডে অনবদ্য পারফরমেন্স করেন তিরন্দাজ প্রবীণ যাদব। প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছে যান ভারতীয় তিরন্দাজ। একতরফা ম্যাচে বিশ্বের ২ নম্বর তারকা রাশিয়ান অলিম্পিক সংস্থার অধীনে লড়াইয়ে নামা গালসান বাজারঝাপোভকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন প্রবীণ।
610
দ্বিতীয় রাউন্ডে থেকে বিদায় প্রবীণ যাদবের- দ্বিতীয় রাউন্ডে আরও কঠিন প্রতিপক্ষ ছিল প্রবাীণের সামনে। ভারতীয় তিরন্দাজের লড়াই ছিল বিশ্বের এক নম্বর তারকা আমেরিকার ব্র্যাডি এলিসনের বিরুদ্ধে। বিশ্বের এক নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে নামার চাপটা হয়তো পুরোপুরি নিতে পারেননি তিনি। দ্বিতীয় রাউন্ডে খেলার ফল ২৭-২৮, ২৬-২৭, ২৩-২৬। ফলে প্রথম রউন্ডের পাল্টা ফল হয়। ৬-০ সেট পয়েন্টে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন প্রবীণ যাদব।
710
প্রথম রাউন্ডে দুরন্ত দীপিকা- ব্যক্তিগত রাউন্ডে ভুটানের কার্মার বিরুদ্ধে প্রথম রাউন্ডে দুরন্ত ছন্দে পাওয়া যায় দীপিকা কুমারীকে। প্রথম সেট জেতেন ২৬-২৩ ব্যবধানে। দ্বিতীয় সেটেরও দখল নেন ২৬-২৩ ব্যবধানেই। ভারতীয় তারকা তৃতীয় সেট জেতেন ২৭-২৪ ব্যবধানে। তিনটি সেট পরপর দীপিকা কুমারি জিতে যাওয়ায় ম্যাচ আর টেনে নিয়ে যাওয়ার দরকার পরেনি। দুরন্ত লক্ষ্যভেদে ফলে ৬-০ সেট পয়েন্টে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নেন ভারতীয় তিরন্দাজ।
810
দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় দীপিকার- দ্বিতীয় রাউন্ডে আমেরিকার মুনিকো ফার্নান্দেজের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয় দীপিকা। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা,২৮-২৫ ব্যবধানে দ্বিতীয় সেটে জেতেন তিনি। ২৭-২৫ ব্যনধানে তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ২৪-২৫ ব্যবধানে জয় পান মুনিকো। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন দীপিকা।
910
ব্যাডমিন্টনে বিদায় সাই প্রণীথের- তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হার। অনেক আশা নিয়ে টোকিওতে আসলেও ভারতের বি সাই প্রনীতের অভিষেক অলিম্পিক অভিযান হতাশার সঙ্গেই শেষ হলো। বুধবার টোকিও অলিম্পিক্সের পঞ্চম দিনে নেদারল্যান্ডসের মার্ক ক্যালাওয়ের কাছে স্ট্রেট সেটে হারলেন প্রনীত। ক্যালাওয়ের পক্ষে ফল ১৪-২১, ১৪-২১।
1010
কোয়ার্টার ফাইনালে বক্সার পুজা রানি- মঙ্গলবার লভলিনা বরগোহাঁইয়ের পর বুধবার ভারতীয় ভারতীয় মহিলা বক্সিংয়ে ফের সাফল্য। প্রথম ম্যাচেই দুরন্ত খেলে জয় পেলেন পুজা রানি। পুজার বিরুদ্ধে তেমনভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আলজেরিয়ার প্রতিপক্ষ। ম্যাচে ফলাফলও সেই কথাই বলছে। ৫-০ ব্যবধানে আলজেরিয়ার ইচরাক কাইবকে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে পৌছে গেলেন পুজা রানি। আর এক ম্যাচ জিতলেই পদক নিশ্চিৎ।
Share this Photo Gallery
click me!

Latest Videos