পদক তালিকা
মীরাবাই চানুর রৌপ্য পদক জয়ের সৌজন্যে অলিম্পিরের প্রথম দিনের শেষে ভারত পদক তালিকায় ১২ নম্বরে ছিল। কিন্তু, গত দুইদিনের হতাশার পর, সোমবার রাতে পদক তালিকায় ভারত ৩৩ নম্বরে নেমে গিয়েছে। বর্তমানে প্রথম স্থানে আছে আয়োজক দেশ জাপান (সোনা - ৮, রুপো - ২, ব্রোঞ্জ - ৩), তারপরের দুটি স্থানে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র (সোনা - ৭, রুপো - ৩, ব্রোঞ্জ - ৪) ও চিন (সোনা - ৬, রুপো - ৫, ব্রোঞ্জ - ৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রুশ অলিম্পিক কমিটি (সোনা - ৪, রুপো - ৫, ব্রোঞ্জ - ৩) ও গ্রেট ব্রিটেন (সোনা - ৩, রুপো - ৩, ব্রোঞ্জ - ১)।