রাশিয়ান টেনিস গ্ল্যামার কুইন মারিয়া শারাপোভা ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারি টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন।টেনিস দুনিয়ায় সব থেকে সুন্দরী, হট, গ্লামারস, সেক্সি খেলোয়ারদের মধ্যে মারাদোনা অন্যতম সেরা। তার রূপের এক ঝলক সকলকে ঘায়েল করত ও এখনও করে। টেনিসকে বিদায় জানালেও তার জনপ্রিয়তায় এতটুকু ঘাটতি পড়েনি এখনও।