টোকিও অলিম্পিক্সে এবার সবথেকে শক্তিশালী দল পাঠিয়েছে ভারত। মোট ৯ জন তারকা বক্সার টোকিও পারি দিয়েছে পদক জয়ের লক্ষ্যে। সকলেই নিজেদের কেরিয়ারে এতটাই সফল যে ভারতীয় ৯ বক্সারকেই পদক জয়ের দাবিদার মনে করা হচ্ছে। অনেকেই এখন থেকে ভারতীয় বক্সিং দলকে 'নবরত্ন' বলে আখ্যা দিয়েছে। অলিম্পিক শুরুর আগে দেখে নিন ৯ বক্সারকে।