অনুশীলনেই আত্মবিশ্বাসের 'পাঞ্চ', টোকিওতে বিপক্ষকে 'নক আউট' করতে প্রস্তুত ভারতীয় বক্সাররা

টোকিও পৌছে গিয়েছে সব বিভাগের ভারতীয় দল। অন্যান্যবারের থেকে এবার টোকিও অলিম্পিক্সে ভালো ফল করার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় অ্যাথলিটরা। যে সকল বিভাগে ভারতকে পদক জয়ের দাবিদার মনে করা হচ্ছে তাদের মধ্যে বক্সিং অন্যতম।  টোকিও শেষ মুহূর্তের অনুশীলনে মগ্ন মেরি কম-অমিত পঙ্ঘলরা।

Sudip Paul | Published : Jul 20, 2021 6:52 AM IST

110
অনুশীলনেই আত্মবিশ্বাসের 'পাঞ্চ', টোকিওতে বিপক্ষকে 'নক আউট' করতে প্রস্তুত ভারতীয় বক্সাররা

টোকিও অলিম্পিক্সে ভারত এবার সবথেকে শক্তিশালী দল পাঠিয়েছে। ইতিমধ্যেই টোকিওতে পৌছে গিয়েছে বক্সিং দল।
 

210
এবারের অলিম্পিকে ভারত যেসব ক্রীড়াক্ষেত্র থেকে বেশি পদক প্রত্যাশা করছে তার মধ্যে অন্যতম বক্সিং।
310
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এমসি মেরি কম যেখানে নিজের শেষ অলিম্পিকে নামবেন সোনা জয়ের লক্ষ্যে।
410

তেমনই শীর্ষ বাছাই ও পদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে অলিম্পিক্স রিংয়ে নামবেন অমিত পাঙ্ঘাল।

510
টোকিও পৌছেও অনুশীলন শুরু করে দিয়েছেন মেরি কম ও অমিত পঙ্ঘলরা। পদক জয়ের লক্ষ্যে অবিচল তারা।
610
অনুশীলনে সময় দেওয়ার পাশাপাশি ফটোশুটও করেছেন ভারতীয় বক্সাররা। সেই একাধিক ছবি সামনে এসেছে।
710
টোকিও অলিম্পিক্সে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় বক্সাররা। পদক জয় নিশ্চিৎ করতে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
810
ভারতীয় বক্সার সহ অন্যান্য সব বিভাগে অ্যাথলিটদের সাফল্য কামনার পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ।
910
ভারতীয় পুরুষ বক্সিং দলে রয়েছে ৫২ কেজি বিভাগে অমিত পঙ্ঘল, মণীশ কৌশিক (৬৩ কেজি), বিকাশ কৃষ্ণন যাদব (৬৯ কেজি), আশিস কুমার (৭৫ কেজি) ও সতীশ কুমার (+৯১ কেজি)।
1010
মহিলা বক্সিং দলে ৫১ কেজি বিভাগে রয়েছে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। । সিমরনজিৎ কৌর নামবেন ৬০ কেজি বিভাগে, লাভলিনা বোরগোঁহাই ৬৯ কেজি বিভাগে এবং পূজা রানি ৭৫ কেজি বিভাগে রিংয়ে নামবেন।
Share this Photo Gallery
click me!
Recommended Photos