সিংহাসন ছেড়ে গিয়েছেন রাজা
২০০৮ সালেও অলিম্পিকের আসর বসেছিল এশিয়াতেই, চিনের বেজিং-এ। আর সেই অলিম্পিকেই আবির্ভাব ঘটেছিল জামাইকান বিদ্যুতের। ৯.৬৯ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে নিজেরই ২০০৭ সালে করা বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। তারপরের দুটি অলিম্পিকেও সোনা জেতার পর বোল্টের সিগনেচার সেলিব্রেশন দেখেছে বিশ্ব। সেই অভ্যাস ভাঙছে এবার। বোল্ট আর নেই। তাঁর ছেড়ে যাওয়া সিংহাসনে বসবেন কে?