অমিত পাঙ্ঘল-
টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার অমিত পাঙ্ঘাল। ৷ বক্সিংয়ের ৫২ কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷ ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড, কমনওয়েলথ গেমসে রুপো, এশিয়ান গেমসে সোনা ও একাধিক এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক রয়েছে অমিতের ঝুলিতে। বর্তমানে বিশ্বের এক নম্বর এই বক্সারের গলায় গোল্ড মেডেল দেখার প্রত্যাশায় বুক বাঁধছে ১৩০ কোটির দেশ।