আপাত দৃষ্টিতে দেখলে খুবই রোমান্টিক মনে হলেও। ঠিক নিচেই ওঁত পেতে রয়েছে মৃত্যু। একটু সচেতনতার অভাব হলেই, মৃত্যু নিশ্চিত। না তারা কোনও সঙ্গমে মিলিত হননি। এটা একপ্রকার স্টান্ট গেম। নাম পার্কো। আর ওই তরুণ-তরুণি পার্কোর অ্যাথলিট। কিন্তু ‘ভয়ংকর সুন্দর’ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিপাকে পড়লেন যুবক-যুবতী। অশালীন ছবি পোস্টের দায়ে গ্রেফতার করা হয় তাঁদের।