মাত্র ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে দুরুন স্মার্ট (Smart Phone) ফোন। বেশ কয়েক বছর ধরে ভারতীয় নির্মাতার অল্প দামে ভালো ক্যামেরা, দ্রুত প্রসেসর আর ভালো ব্যাটারি দেওয়া স্মার্ট ফোন নির্মাণ করেছে। যা ভারতীয় শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ দিগন্ত খুলে দিচ্ছে। Qualcomm Snapdragon 660 যার আগে দাম ছিল ২০ হাজার টাকা। বর্তমানে তার থেকেই আপগ্রেড ভার্সানের ফোনের দাম পড়েছে মাত্র ১৫ হাজার (15000 Rs.) টাকা। আমরা এখানে বেশি কয়েকটি স্মার্ট ফোন - যেগুলির দাম ১৫হাজার টাকার নিচে। আপনি ফোন কেনার সময় যে যে বিষয়গুলি লক্ষ্য করেন সেগুলি সবই একবার চোক বুলিয়ে দেখে নিতে পারে। এখনও বেশ কয়েকটি জায়গায় ও ইকমার্সে ডিসকাউন্টের সুবিধে রয়েছে।