মাত্র ১৫ হাজার টাকার নামি ব্র্যান্ডেড ফোনে দুর্দান্ত ফিচার, ফোন কেনার আগে দেখে নিন কোনগুলি আপনার চাই

মাত্র ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে দুরুন স্মার্ট (Smart Phone) ফোন। বেশ কয়েক বছর ধরে ভারতীয় নির্মাতার অল্প দামে ভালো ক্যামেরা, দ্রুত প্রসেসর আর ভালো ব্যাটারি দেওয়া স্মার্ট ফোন নির্মাণ করেছে। যা ভারতীয় শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ দিগন্ত খুলে দিচ্ছে। Qualcomm Snapdragon 660 যার আগে দাম  ছিল ২০ হাজার টাকা। বর্তমানে তার থেকেই আপগ্রেড ভার্সানের ফোনের দাম পড়েছে মাত্র ১৫ হাজার (15000 Rs.) টাকা। আমরা এখানে বেশি কয়েকটি স্মার্ট ফোন - যেগুলির দাম ১৫হাজার টাকার নিচে। আপনি ফোন কেনার সময় যে যে বিষয়গুলি লক্ষ্য করেন সেগুলি সবই একবার চোক বুলিয়ে দেখে নিতে পারে। এখনও বেশ কয়েকটি জায়গায় ও ইকমার্সে ডিসকাউন্টের সুবিধে রয়েছে। 
 

Web Desk - ANB | Published : Mar 19, 2022 11:08 AM IST / Updated: Mar 20 2022, 07:54 PM IST

16
মাত্র ১৫ হাজার টাকার নামি ব্র্যান্ডেড ফোনে দুর্দান্ত ফিচার,  ফোন কেনার আগে দেখে নিন কোনগুলি আপনার চাই


Redme 10 Prime ফ্যামিলি লুক বহন করে এই ফোন। এর স্ক্রিন ৬.৫ ইঞ্চি ফুল এইচডি। এটিতে সাইড মাউন্ট ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।  যা প্ল্যাস্টিকের ফ্রেম ও পিছনে কোয়াড ক্যামেরা সিস্টেম প্রোভাইড করে। এটিতে একটি ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পারফরম্যান্স রয়েছে। এটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা। 
 

26


Moto G31 - Moto G30 র উত্তরসূরী। মোটো জি ৩০এর মত এটি পলিকার্বোনেট দিয়ে তৈরি। কিন্তু দেখতে খুব একটা সস্তা নয়। এটটির এলসিডি প্যানেল 60Hz স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে। এটি অ্যানরয়েড ১১এর কাছাকাছি সংস্করণ। এর হার্ডওয়ারও ভালো। ব্যাটারি লাইফ খুব ভালো। কিন্তু এক আল্ট্রা ওয়াইড ফারফরম্যান্স খারাপ। এটির আলোর ইমেজিং খুবই হতাশাজনক। এর ডিসপ্লে ৬.৪০ ইঞ্চি। 
এটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা। 
 

36


Samsung Galaxy F22 একটি বেসিক বাজেটের ফোন। এটির দুর্দান্ত ব্যাটারি লাইফ। ৬.৪ ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন যা পুরোপুরি এইচডি। এটির ব্যাটারি পুরোপুরি দুই দিন স্থায়ী হয়। ফুল চার্জ হতে সময় নেয় ২ ঘণ্টা। দিনের আলোয় ভালো ভিডিও শ্যুট করতে পারে এই ফোন। এটির গরিলা গ্লাস রয়েছে। যা ইউনিবডি দিয়ে তৈরি। ফোনটিতে অনেকগুলি প্রি ইনস্টল অ্যাপ লোড করা হয়েছে। ভারতীয় বাজারে এক দাম ১২ হাজার ৯৯৯ টাকা। 

46


Realmi 8iএর ডিস্পেলে ৬.৬০ ইঞ্চি। এটি রিয়েলমি 7i এর পরবর্তী প্রজন্মের ফোন। দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ভারতে দুটি রঙে এই ফোন পাওয়া যায়।  এটি দিনেরবেলা ঘরের বাইরে ব্যবহার করা খুবই সুবিধের। কারণ এটির আলো খুব উজ্জ্বল। দুটি ক্যামেরায় যেথেষ্ট পরিষ্কার ছবি ওঠে। 

56


Moto G31 - Moto G30 র উত্তরসূরী। মোটো জি ৩০এর মত এটি পলিকার্বোনেট দিয়ে তৈরি। কিন্তু দেখতে খুব একটা সস্তা নয়। এটটির এলসিডি প্যানেল 60Hz স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে। এটি অ্যানরয়েড ১১এর কাছাকাছি সংস্করণ। এর হার্ডওয়ারও ভালো। ব্যাটারি লাইফ খুব ভালো। কিন্তু এক আল্ট্রা ওয়াইড ফারফরম্যান্স খারাপ। এটির আলোর ইমেজিং খুবই হতাশাজনক। এর ডিসপ্লে ৬.৪০ ইঞ্চি। 
এটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা। 

66


Infinis Hot 11S হল একটি গেমার ফোকাসড স্মার্টফোন। এর উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে যা ইতিমধ্যেই গেমারদের প্রশাংসা কুড়িয়েছে। এটির বডি প্ল্যাস্টিক। এটির ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধও খুব ভালো। তবে ডিসপ্লে এতটাই বড় যে  তা ব্যবহারকারীদের মাঝে মাঝেই বিড়ম্বনায় ফেলে। এটির স্টিরিও স্পিকার রয়েছে। যা গেম খেলার সময় খুব ভালো কাজ করে। এটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা। ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি।

Share this Photo Gallery
click me!
Recommended Photos