এবার থেকে জিও ফোন ব্যবহারকারীদের বিনামূল্যে কলের সুবিধা দেওয়ার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রির অলাভজনক বাহিনী রিলায়েন্স ফাউন্ডেশন-এর সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করেছে।
48
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসের সংকটের সময়ে যে সকল জিও ফোন গ্রাহক রিচার্জ করতে অক্ষম, তারা প্রতি মাসে ৩০০ মিনিটের আউটগোয়িং কলের সুবিধা পাবেন।
58
শুধু তাই নয়, ফ্রী কলের পাশাপাশি জিও ফোন ব্যবহারকারীদের মিলবে একটি বাই ওয়ান গেট ওয়ান রিচার্জ অফার। জিও বিবৃতিতে জানিয়েছে, মহাসঙ্কটের সময়ে জিও ফোন ব্যবহারকারীরা ৩০০ মিনিটের আউটগোয়িং কলের সুবিধা পাবেন।
68
মাসে ৩০০ মিনিট অর্থাৎ প্রতিদিন ১০ মিনিটের জন্য ফ্রি কল করার সুবিধা পাবে একজন জিও ফোন ব্যবহারকারী।
78
৩০০ মিনিট ফ্রি আউটগোয়িং কলের সুবিধার তালিকা শুধুমাত্র রাখা হয়েছে জিও ফোন ব্যবহারকারীদের। তবে এই অফার কতদিন পর্যন্ত গ্রাহকদের মিলবে তা স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি ।
88
ফ্রি কলিং এর পাশাপাশি জিও ফোন গ্রাহকদের যেই বাই ওয়ান গেট ওয়ান অফার টিও দেওয়া হচ্ছে, সেটিতে যদি কেউ ৭৫ টাকার রিচার্জ করে থাকেন, তবে মিলবে আরও একটি ৭৫ টাকার রিচার্জ। প্রথম রিচার্জ শেষ হওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যাবে দ্বিতীয়টি।