বর্তমানে ঘরে বসেই সুদূর প্রান্তের যাবতীয় জিনিস যেন হাতের মুঠোয় চলে আসছে নিমেষে। এককথায় বলতে গেলে গুগল এখন হাতের মুঠোয়। কিছু জানতে চাইলেই গুগল বার করে দিচ্ছে নিমেষে। সার্চ ইঞ্জিন হিসাবে গুগলের নির্ভরযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু, জানেন কি, আমজনতার গুগল সার্চের অভ্যাসেই ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা। যার ফলে নিমেষে পড়তে পারেন চরম বিপদে। এই ৫ জিনিস ভুল করে সার্চ করবেন না গুগলে, জানুন কেন।