মাত্র ৯ টাকায় ৩০ জিবি অবধি ডেটা, বিএসএনএল-এর WiFi হটস্পটে পাবেন এই বাম্পার অফার

জিও, এয়ারটেলকে টেক্কা দিতে একের পর এক নয়া নয়া প্ল্যান নিয়ে হাজির  বিএসএনএল। ফের গ্রাহকদের জন্য  সস্তার প্ল্যান এসেছে এই সংস্থা। কয়েকদিন আগেই বিএসএনএল নতুন পোস্ট পেইড প্ল্যান নিয়ে এসেছে এবং তার পরেই আবার ব্রডব্যা্ড প্ল্যানও এনেছে বিএসএনএল।  এবার পাবলিক ওয়াই ফাই হটস্পট নিয়ে এল বিএসএনএল।  সারা দেশে মোট ৩১,৮৩৬ টি জায়গায় এই পরিষেবা পাবেন গ্রাহকেরা। এখানেই শেষ নয়, মাত্র ৯ টাকায় এই পরিষেবা পাবেন গ্রাহকেরা। মাত্র ৯ টাকাতেই এবার গ্রাহকেরা ওয়াই-ফাই হটস্পট ব্যবহার করে সুবিধা নিতে পারবেন। এই পাবলিক ওয়াই-ফাই হটস্পট ব্যবহার করে গ্রাহকেরা ভাল রিভিউ দিচ্ছন। এই পরিষেবা পেতে গেলে কী করতে হবে।

Riya Das | Published : Nov 13, 2020 5:19 PM
18
মাত্র ৯ টাকায় ৩০ জিবি অবধি ডেটা,  বিএসএনএল-এর WiFi হটস্পটে পাবেন এই বাম্পার অফার

একের পর এক নয়া নয়া প্ল্যান নিয়ে হাজির  বিএসএনএল।  মাত্র ৯ টাকাতেই এবার গ্রাহকেরা ওয়াই-ফাই হটস্পট ব্যবহার করে সুবিধা নিতে পারবেন।

28

বিএসএনএল-এর ওয়াই-ফাই হটস্পট পরিষেবা পেতে গেল পেটিএম-এর সাহায্যে পেমেন্ট করতে হবে।

38

গ্রাহকদের এই পরিষেবা দিতে পেটিএম-এর সঙ্গে গাটছড়া বেঁধেছে বিএসএনএল। 

48

এই প্ল্যানে গ্রাহকেরা ৩০ দিনের জন্য ৩০ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন।

58

প্রথমে ফোনের সেটিংসে গিয়ে বিএসএনএল-এর ওয়াই-ফাই এর উপলব্ধতা যাচাই করতে হবে।

68

এরপর কানেক্ট অপশনে ক্লিক করে মোবাইল নম্বরটি দিতে হবে।

78


তারপর গেট পিন অপশনে ক্লিক করলেই আপনার ফোন ৬ ডিজিটের পিন নম্বর আসবে। পিন নম্বর দিলেই বিএসএনএল-এর ওয়াই-ফাই হটস্পট পরিষেবা আপনি ব্যবহার করতে পারবেন।

88

৯ টাকা থেকে ৬৯ টাকা পর্যন্ত এই প্ল্যান আনা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos