১ মিনিটে লেনদেন এবার আরও সহজ,আকর্ষণীয় নয়া ফিচার্স নিয়ে হাজির 'Whatsapp Pay'

একের পর এক পরিবর্তন হয়েই চলেছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি নয়া ফিচার্স নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। টানা ২ বছর বিটা মোডে  হোয়াটস পে চালানোর পর অবশেষে আনুষ্ঠনিক ভাবে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা। এবার থেকে সকলেই ব্যবহার করতে পারেন অনলাইন পেমেন্ট অ্যাপ 'হোয়াটসঅ্যাপ পে'।

Asianet News Bangla | Published : Nov 6, 2020 10:35 AM IST / Updated: Nov 06 2020, 04:12 PM IST

18
১ মিনিটে লেনদেন এবার আরও সহজ,আকর্ষণীয় নয়া ফিচার্স নিয়ে হাজির  'Whatsapp Pay'

 সম্প্রতি নয়া ফিচার্স নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে সকলেই ব্যবহার করতে পারেন অনলাইন পেমেন্ট অ্যাপ 'হোয়াটসঅ্যাপ পে'।
 

28

হোয়াটসঅ্যাপ- এর নয়া ফিচারে গ্রাহকরাও অনেকটাই উপকৃত হবেন। এই অ্যাপকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। 

38


ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে ২ কোটি মানুষ এই হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন। দেশের প্রায় ৪০ কোটি মানুষ এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

48

মার্ক জুকারবার্গ বিবৃতিতে জানিয়েছেন, এনপিসিআই এর সঙ্গে একযোগে কাজ করছিলেন তারা, যাতে সবকিছু নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়। 

58

এবার হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করেই অনলাইনে টাকা লেনদেন করতে পারেন। গ্রাহকরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। 
 

68

ভারতই প্রথম দেশ যারা এরকম একটা ব্যবস্থা করেছে এবং যা ডিজিটাল ইন্ডিয়া তৈরির কাজে যুক্ত থাকতে কার্যকরী হবে।

78


 ১০ টি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ পে।

88

 হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে গেলে ইউপিআই সাপোর্ট করে ব্যাঙ্কের ডেবিট কার্ড লাগবে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos