এবার Whatssapp-এর মাধ্যমেই প্রিয়জনকে পাঠাতে পারেন সোনার উপহার, জানুন কীভাবে

সদ্যই গেল দীপাবলি। উৎসবের মরশুমে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের নয়া চমক সোনায়। সোনার উপহার দিতে এবার আর দোকানে নয় বরং আপনার পছন্দের সোনার গিফট এবার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাতে পারেন। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এবার অনলাইন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেই প্রিয়জনকে চমকে দিতে পারেন, জানুন কীভাবে।
 

Riya Das | Published : Nov 24, 2020 8:42 AM IST
18
এবার Whatssapp-এর মাধ্যমেই প্রিয়জনকে পাঠাতে পারেন সোনার উপহার, জানুন কীভাবে

 সোনা কেনা  থেকে উপহার দেওয়া এবার আরও সহজ। এবার দোকানে গিয়ে নয় বরং আপনার পছন্দের সোনার গিফট এবার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাতে পারেন। 
 

28


অনলাইনে সোনা কেনা বা বিনিয়োগের অনেক অপশন রয়েছে।  সেরকমই একটি পথ হল সেফগোল্ড। 
 

38


সেফগোল্ডের মাধ্যমে সোনা পাঠানোর জন্য পেটিএম এবং ফোন পে-র মতো প্ল্যাটফর্ম রয়েছে।

48

সেফগোল্ডের মাধ্যমে সোনা কেনা, বিক্রি ও কাউকে উপহারও পাঠাতে পারবেন। ২৪ ক্যারেট মূল্যের পাকা সোনাও এই প্ল্যাটফর্মে নিশ্চিন্তে কিনতে পারবেন।
 

58

হোয়াটসঅ্যাপের সঙ্গের কীভাবে যুক্ত এই প্ল্যাটফর্ম। প্রথমে সেফগোল্ড অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।  তারপর ড্যাশবোর্ডের গিফট অপশনে গিয়ে ক্লিক করুন। এবার যাকে উপহার দেবেন তার মোবাইল নম্বর দিন। তাতে সোনার পরিমাণ ও মূল্য দিন। চাইলে প্রিয়জনকে বার্তাও দিতে পারেন।

68


এবার যাকে সোনা পাঠাচ্ছেন তার কাছে একটি মেসেজ যাবে এবং মেসেজের সময়সীমার মধ্যে সেফগোল্ড অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

78


তারপর উপহার পাওয়া সোনার ক্লেম করতে হবে প্রাপককে। ক্লেম করার সঙ্গে সঙ্গে  সোনা পেয়ে যাবেন প্রাপক। 

88

 সেফগোল্ডের মাধ্যমে যিনি উপহার পাচ্ছেন তাকে আগে কিছু কিনতে হবে তবেই উপহার পাঠানোর অপশন পেয়ে যাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos