Jio গ্রাহকদের জন্য সুখবর, সবচেয়ে সস্তায় মিলবে আনলিমিটেড কলিং রিচার্জ

Published : Feb 17, 2021, 03:14 PM IST

রিলায়েন্স জিওর (Reliance Jio) সস্তার প্ল্যানর তালিকায় অনেক দুর্দান্ত বিকল্প রয়েছে। সংস্থাটি গ্রাহকদের সুবিধার্থে একাধিক প্ল্যান নিয়ে এসেছে সময়ে সময়ে। সংস্থাটি গ্রাহকদের প্রায় ১০০ টাকার মূল্যের প্ল্যানও দেয়। বিশেষ বিষয়টি হল ইন্টারনেট ডেটাতে কল করা থেকে শুরু করে কম দামে Jio সব ধরণের সুবিধা (jio ফ্রি কলিং সুবিধা) সরবরাহ করে। যদি আপনার রিচার্জ বাজেট কম হয় এবং আপনি আরও বেশি সুবিধা চান তবে এর ১২৯ এর সস্তা রিচার্জ প্ল্যান একদম উপযুক্ত। জেনে নিন Jio-র ১২৯ টাকার প্ল্যানর সম্পূর্ণ তথ্য এবং সুবিধা সম্পর্কে-

PREV
16
Jio গ্রাহকদের জন্য সুখবর, সবচেয়ে সস্তায় মিলবে আনলিমিটেড কলিং রিচার্জ

Jio-র অন্যতম সস্তা প্রিপেইড  প্ল্যান হল এর ১২৯ প্ল্যান। এই প্ল্যান নতুন কিছু নয়, এর আগেই এই মূল্যের প্ল্যান ছিল Jio-র। 

26

তবে এর আগে ১২৯ টাকার প্রিপেইড প্ল্যানে থাকত ২৪ দিনের ভ্যালিডিটি, অর্থাৎ এই প্ল্যান পুরো মাসের জন্য নয়।

36

তবে বর্তমানে এই ১২৯ টাকার প্ল্যানে ২৪ দিনের বদলে মিলবে পুরো ২৮ দিনের ভ্যালিডিটি, সেই সঙ্গে  ২ GB ডেটা।

46

সংস্থার এই প্ল্যানটি 'Affordable Packs'-এর বিভাগে রাখা হয়েছে। 

56

এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট ৩০০ টি SMS এর সুবিধা।

66

কলিংয়ের জন্য, Jio-Jio এই প্ল্যানে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং গ্রাহকরা যদি অন্য কোনও নেটওয়ার্কে কল করতে চান তবে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে।

click me!

Recommended Stories