ক্যামেরা-
ফটোগ্রাফির জন্য এটিতে মোট ৫টি ক্যামেরা সেন্সর রয়েছে। বিশ্বে এই প্রথম কোনও ফোনে এই রেসিলিউশনের ক্যামেরা ব্যবহৃত হল। ১) ৫ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেন্সর ২) ১২ মেগাপিক্সেল পোট্রেইট ক্যামেরা সেন্সর ৩) ১০৮ মেগাপিক্সল-এর পেন্টা ক্যামেরা সেন্সর, ৪) ২০ মেগাপিক্সেল-এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা সেন্সর, ৫) ২-মেগাপিক্সেল-এর ম্যাক্রো ক্যামেরা সেন্সর।
সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে,৩২-মেগাপিক্সেল-এর ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি রয়েছে এইচডিআর প্যানোরমার মত সুবিধা।