জিও (JIO)- জিও -তে যে একাধিক আকর্ষণীয় প্ল্যান রয়েছে তা কাররই অজানা নয়। এর মধ্যে ৩৪৯ টাকার প্ল্যানটি একটি আকর্যণীয় প্ল্যান। ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে মাসে মোট ৮৪ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল।