একেবারে নয়া ফিচারের চমক নিয়ে হাজির হল টুইটার, শুরু হল ট্রায়াল রান

এই বছরের শুরুর দিকেই টুইটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো স্টোরির বৈশিষ্ট্য 'ফ্লিটস' শুরু করার কতা ঘোষণা করেছিল। অবশেষে বিশ্বের তিনটি দেশে টুইটার তার এই নতুন ফিচার এর ট্রায়াল শুরু করেছে। যার মধ্যে অন্যতম হল ভারত। টুইটার ফ্লিটগুলি এমন ভাবেই পোস্ট হবে ২৪ ঘন্টা অবধি থাকবে ঠিক হোয়াটস অ্যাপের স্টেটাসের মত। 

deblina dey | Published : Jun 10, 2020 10:10 AM IST / Updated: Jun 10 2020, 03:43 PM IST
17
একেবারে নয়া ফিচারের চমক নিয়ে হাজির হল টুইটার, শুরু হল ট্রায়াল রান

সম্প্রতি টুইটারের এই বৈশিষ্ট্যটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে। টুইটার এখনও আনুষ্ঠানিকভাবে ফ্লিটগুলি চালু করতে পারেনি। এখন অবধি এটি কেবল ইতালি এবং ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে  উপলব্ধ ছিল এবং এখন এটি ভারতে পরীক্ষার জন্য প্রকাশ্যে আনা হয়েছে। আগামী দিনগুলিতে, টুইটারের ফ্লিটস বৈশিষ্ট্য অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

27

ঠিক হোয়াটস অ্যাপের স্টেটাসের মত ২৪ ঘন্টা অবধি এই স্টোরি ফিডসগুলো থাকলেও ব্যবহারকারীরা তাঁদের ফ্লিটসগুলি টুইটারের একদম উপরের অংশে দেখতে পাবেন। এছাড়া অন্য প্রোফাইলের ফ্লিটসও সেই ব্যবহার কারীর প্রোফাইলে গিয়ে দেখা যাবে। এমনকী সেখানে মন্তব্য ও রিয়্যাক্ট বটনও থাকবে। 

37

পাশাপাশি থাকবে রিপোর্ট করার বিকল্পটিও। ২০২০ সালের মার্চে ব্রাজিলে টুইটারে এই বৈশিষ্ট্য়ের প্রথমে ট্রায়াল ফ্লিটস শুরু হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্রাজিলে ফ্লিটস চালু হওয়ার পর থেকেই টুইটার ব্যবহারের সময়সীমা ও স্বাচ্ছন্দ্য বোধ আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে শেয়ারের সংখ্যাও।

47

টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণিশ মাহেশ্বরী বলেছেন, ‘‌ভারতে এই বৈশিষ্ট্যের ট্রায়াল রান থেকে বোঝা যাবে যে কীভাবে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করার ফলে ভারতীয়রা টুইটারে নিযুক্ত হওয়ার পদ্ধতি পরিবর্তন করে। এছাড়া এই ‌বৈশিষ্ট্যটি যুক্তহওয়ার ফলে টুইটারের লুক বদলে যাবে তা ব্যবহারকারীদের মধ্যে প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

57

টুইটারে কীভাবে নতুন ফ্লিট তৈরি করবেন-

১) প্রোফাইলের উপরের বা দিকে অ্যাভেটারের নিউ ক্রিয়েট অপশন সিলেক্ট করতে হবে।
২) সেখানে লেখা অথবা নতুন ছবি, ভিডিও অপশন সিলেক্ট করতে হবে।
৩) তারপর ফ্লিট অপশন সিলেক্ট করতে হবে পোস্ট করার জন্য।

67

অন্যের ফ্লিট দেখার জন্য-

১) অ্যাভেটার অপশনে ক্লিক করে যার ফ্লিট দেখতা চান তার প্রোফাইল সিলেক্ট করতে হবে।
২) নতুন ফ্লিট দেখার জন্য সোয়াইপ ডাউন করতে হবে।
৩) পুরনো ফ্লিট দেখার জন্য সোয়াইপ আপ করতে হবে।
 

77

আপনার ফ্লিটে ফলোয়ারদের যুক্ত করার জন্য-

১) ফ্লিট খুললেই রিল্পাই দেওয়ার এবং রিয়্যাক্ট বটনের অপশন পেয়ে যাবেন।
২) আপনার ফলোয়ার্স আপনাকে পার্সোনালে অথবা সাধারণ ভাবে ফ্লিটেই রিপ্লাই এথবা ইমোজি দিয়েও রিয়্যাক্ট করতে পারবেন।
৩) ফ্লিটে জমা রিপ্লাই এবং রিয়্যাক্ট দেখা যাবে যতক্ষন ফ্লিটটি আপনার প্রোফাইলে থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos