নেই মাস্ক-গ্লাভসের চিন্তা, কোভিড পরিস্থিতিতে কতটা সুরক্ষিত দার্জিলিং ভ্রমণ, মনামীর ক্যানভাস

সামনেই পুজো, কোথাও একটা কাছে পিঠে ঘুরে আসার পরিকল্পনা করছেন! তাহলে ভ্রমণ তালিকাতে রাখা যেতেই পারে দার্জিলিং। খোদ মনামী সেখানে হাজির হয়ে দেখালেন কতটা সুুরক্ষিত দার্জিলিং ভ্রমণ। 

 

 

Jayita Chandra | Published : Sep 23, 2020 10:21 AM / Updated: Sep 23 2020, 11:08 AM IST
19
নেই মাস্ক-গ্লাভসের চিন্তা, কোভিড পরিস্থিতিতে কতটা সুরক্ষিত দার্জিলিং ভ্রমণ, মনামীর ক্যানভাস

গরমের ছুটি বলে এবছ তেমন কিছুই মালুম পাননি পর্যটকেরা। কারণ লকডাউনের কোপে পড়ে বন্ধ ছিল তখন গোটা বিশ্বের দরজা। 

29

তা বলে পুজোর ছুটি আর মিস করা নয়। ধীরে ঘীরে ছন্দে ফিরছে সকলেই। সেই সঙ্গে তাল মিলিয়ে এবার বাড়ি থেকে পা বাড়ানোর পথে অনেকেই।

39

দিঘা মন্দারমণিতে ইতিমধ্যেই বেড়েছে ভিড়। এবার পালা দার্জিলিং-এর। প্রতিবছরই পুজোর ছুটিতে এখানে থাকে উপচে পড়া ভিড়। 

49

করোনার কোপ কাটিয়ে কতটা সুরক্ষিত দার্জিলিং, সেই ছবিই এবার তুলে ধরলেন অভিনেত্রী মনামী ঘোষ। নেই মুখে মাস্ক, হাতে গ্লাভস। এক মুক্ত বাতাবরণ। 

59

রাস্তার ধারে ম্যাগিও যথেষ্টই সুরক্ষিত। সেখানে সেভাবে কোভিড প্রভাব না ফেলায়, তা নিশ্চিন্তেই মুখে পুরছেন পর্যটকেরা। 

69

পাশাপাশি খুলে গিয়েছে টি গার্ডেনের টি টেস্ট। দার্জিলিং যাওয়া আর হাতে থাকবে না চায়ের পেয়ালা, তা কী হয়! তাই সেই স্বাদ থেকেও আর বঞ্চিত হবেন না সাধারণেরা। 

79

হোটেল রেস্তোরাও খুলে গিয়েছে। সেখানে দুরত্ব বজায় রেখেই পর্যটকেরা উপস্থিত হচ্ছেন। মনামীর ফ্রেমে তেমনই ছবি ধরা পড়ল। 

89

বর্তমানে খুলে দেওয়া হয়েছে সব হোটেল। তবে পর্যটকদের সুরক্ষার দিকেই মূল লক্ষ্য রাখা হচ্ছে। হোটেল ভাড়াও কমেছে ২০ শতাংশের কাছাকাছি।

99

তবে ভিড় এখনও সেভাবে চোখে পড়ল না দার্জিলিং-এ। তাই ফাঁকায় ফাঁকায় বেড়িয়ে পড়ার পরিকল্পনা করে নেওয়াই যায়। তবে গাড়ি ভাড়ায় কোনও পরবর্তণ আসেনি। আগে যা ছিল, বর্তমানেও তাই রয়েছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos