উটের সফর থেকে টেন্টে লাইভ ডিজে, বালির শহর জয়সলমীর যখন ট্রিপ ডেস্টিনেশন

পাহাড় বা সমুদ্র তো অনেক হল, ছুটি মানেই হাতের কাছে থাকা ডেস্টিনেশনই বা কেন! চলুন না ঘুরে আসা যাক এবার বালির দেশে। রাজস্থান মানেই কী কেবল ইতিহাসের পাতায় চোখ, না কী অ্যাডভেঞ্চার ট্রিপ হিসেবে দেখতে চান এই নগরীকে, রইল বিস্তারিত তথ্য...

Jayita Chandra | Published : Jan 6, 2021 7:06 AM IST / Updated: Jan 06 2021, 12:38 PM IST
19
উটের সফর থেকে টেন্টে লাইভ ডিজে, বালির শহর জয়সলমীর যখন ট্রিপ ডেস্টিনেশন

ভ্রমণ তালিকাতে রাখুন এবার জয়সলমীর। অ্যাডভেঞ্চারে ভরপুর এই ট্রিপের পরতে-পরতে আন্দ উপভোগ করুন, রইল বিস্তারিত বিবরণ। 

29

এখানে বিমানবন্দর থেকে পিক ও ড্রপ ফেসিলিটি রয়েছে। সময় বিশেষে পরিবরণ ঘটে টেন্টের দামের। পিক সময় অর্থাৎ শীতকালে প্যাকেজ সিস্টেমে বুকিং করা যায়। 

39

ডিলাক্স সুইস টেন্টের খরচ ৩৫০০ টাকা কপিল। দুজনের এই খরচের মধ্যে থাকে একাধিক কম্বো অফিরা। 

49

সুপার ডিলাক্স সুইস রয়েছে, যার খরচ কপিল পিছু ৪৫০০ হাজার টাকা। আগে থেকে অনলাইনে বুকিং করে নিয়ে যাওয়াই ভালো। 

59

এই প্যাকেজের মধ্যে কী কী পাবেন জেনে নেওয়া যাক। সবার আগে আসা যাক খাবারের কথায়। সকালে ব্রেকফাস্ট ও রাতে গালা রাজস্থানের ডিনার। 

69

মিলবে উটের পিঠে চড়ে মরুভুমি ভ্রমণের আনন্দ। সূর্যাস্তের সময় এই সফর করা হয়। সে এক অনবদ্য স্মৃতি। 

79

মিলবে সন্ধ্যে বেলার সময় সংস্কৃতিক অনুষ্ঠানের স্বাদ। সেখানেই শেষ নয়, শীতের মরসুমে মিলবে বর্নফায়ারের আনন্দও। 

89

মিনারেল জল দুবোতল দেওয়া হয় ওয়েলকাম করার সঙ্গে সঙ্গেই। থাকে ওয়েলকাম ড্রিঙ্কও। আর এই সব কিছুই থাকছে প্যাকেজের মধ্যে। 

99

এই টেন্টগুলিতে চেকইন সময় হল ৩ থেকে ৪টের মধ্যে, বিকেলে। আর চেক আউটের সময় হল ১০ টা থেকে ১১টার মধ্যে। ৬ বছরের  কম বয়সের শিশুদের জন্য ফ্রি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos