110
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক। এক কথায় এই স্থান সব দিক থেকে এক ভিন্ন ছবি তুলে ধরে। সূর্যোদ্বয় থেকে সূর্যাস্ত, দিনের দুই অর্ধেই সুন্দর ব্যাঙ্কক।
Subscribe to get breaking news alertsSubscribe 210
ব্যাঙ্কক শহর ঘুরে দেখতে খুব বেশি অর্থের প্রযোজন নেই। যা খরচ তা হয় হোটেলের পেছনেই। স্থানীয় প্রচুর গাড়ি পাওয়া যায়, যার সাহায্য ঘুরে দেখা যায় এই শহর।
410
এখানে এসেই দেখে নিতে পারেন এরওয়ান জলপ্রপাত। লম্বা নৌকাতে ভ্রমণ পর্ব সেরে ফেলতে পারেন অনায়াসে। তাৎক্ষণিক বুকিং করে ফেলতে পারেন আপনি।
510
ব্যাঙ্কক ভ্রমণের আরও এক আকর্ষণ হল এখানকার খাবার। সুস্বাদু বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করে নেওয়া যেতে পারে এই সফরে।
610
ব্যাঙ্ককের বিশেষত্ব হচ্ছে স্ট্রিট ফুড। খানে রাস্তার খাবার চেখে দেখার পাশাপাশি রাতের শহর উপভোগ করা এরৃক আলাদা আনন্দ।
710
মূলত চাইনিজ খাবার এখানে পাওয়া যায়। থাই খাবারের চল এখাবে সব থেকে বেশি। নানা রকমের স্যুপ, পুডিং, সবই মিলবে এই সফরে।
810
এখানে হোটেল খরচ খানিকটা বেশি। সব জায়গা থেকেই ব্যাঙ্কক যাতায়াত করা যায়। বিমান পথের টিকিট এখন সাধ্যের মধ্যে।
910
এখানে ৯৫ শতাংশ খাঁটি সোনা পাওয়া যায়। তবে তা বেশি ক্রম করা সম্ভব নয়। ব্যাঙ্কক ভ্রমণের এটিও একটি বিশেষত্ব।
1010
মাথাপিছু এই স্থান ঘুরতে খরচ হয় ৬০ থেকে ৬৫ হাজার টাকা।