মর্গ্যান (Morgan) দম্পতি মারা যাওয়ার পর কোনো উইল না থাকায় ওই বাড়ি সরকারের (Goverment)হাতে চলে যায়। চারপাশে গাছ-গাছালিতে ভরা এ মর্গ্যান হাউসে অনেক সেলিব্রেটি প্রায়ই ছুটি কাটাতে আসতেন। উত্তমকুমার (Uttam Kumar), সুপ্রিয়াদেবী (Supriya Devi), কিশোরকুমার (Kishor Kumar), উৎপল দত্তদের (Utpal Dutta) প্রিয় জায়গা ছিল এটি।