মলদ্বীপ মানেই অনেকেই মনে করেন তা খরচ সাপেক্ষ বিষয়। তাই অনেকেই ভ্রমণ পরিকল্পনার তালিকা থেকে বাদ রাখেন মলদ্বীপকে। কিন্তু ভ্রমণ যাঁদের নেশা, তাঁদের পক্ষে মলদ্বীপকে বাদের খাতায় রাখা মোটেই সুখকর নয়। তাই এবার স্বল্পেই হবে স্বপ্নপূররণ। তার জন্য রইল কিছু বিশেষ টিপস-
মলদ্বীপ যাওয়ার কোনও নির্দিষ্ট সময় থাকে না। সারা বছরই এখন সিজিন। ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে মে--জুন।
211
মলদ্বীপে যাওয়ার পরিকল্পনা করতে হবে বেশ কিছুদিন আগে থেকেই। তবে টিকিটে অনেক টাকা কম খরচ হয়ে থাকে।
311
মালে শহরে কিংবা এয়ারপোর্টের কাছে হোটেল নিলে তা বেশ কম খরচে হয়ে যায়। তিন রাত্রীর জন্য খরচ পড়ে ১৫ হাজার টাকার কাছাকাছি।
411
খরচ কমাতে চাইলে গরমের দিনে অর্থাৎ মে-জুন মাসে এখানে যেতে পারেন। তাতে খরচ কমে যায় ১০ থেকে ২০ শতাংশ।
511
মালে শহরের খানিক দূরে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। দ্বীপগুলোর নাম হচ্ছে মাফুশি, হিমাফুশি, ধিফুশি, গুলহি, হুরা ইত্যাদি।
611
এই দ্বীপগুলিতে স্পিড বোটে পৌঁচ্ছে যায়। এখানেও রিসর্ট মিলবে বেশ সস্তায়।
711
মালদ্বীপে যত বিলাসবহুল রিসোর্ট আছে তার মধ্যে ফান আয়ল্যান্ড রিসোর্ট, প্যারাডাইস আয়ল্যান্ড রিসোর্ট এন্ড স্পা, সান আয়ল্যান্ড রিসোর্ট, মালাহিনিকুদা এই রিসোর্টগুলো সবচেয়ে কম খরচের মধ্যে হতে পারে।
811
তবে এখানে খাবারের দাম বেশ বেশি। জল থেকে শুরু করে ব্রেকফাস্ট ডিনার, সবকিছুরই আকাশ ছোঁয়া দাম।
911
স্নোর কেলিং, টারটেল দেখা, ডলফিন দেখা ইত্যাদির খরচ সাড়ে ৪ হাজার থেকে থেকে ৬ হাজার টাকা জন প্রতি।
1011
সাবমেরিন ট্যুর সাত থেকে ১০ হাজার টাকা জনপ্রতি, স্কুবা ডাইভিং-এর খরচ ৬ হাজার থেকে ১০ হাজার টাকা।