বসন্তের হাওয়া গায়ে মেখে হানিমুন ট্রিপ, স্নোফলের আমেজ পেতে পৌঁছে যান উত্তর সিকিম

Published : Feb 26, 2021, 02:08 PM IST

শীতের দাপটে নয়, খানিক আবহাওয়া কাবুতে এলেই বরফের খোঁজে ঘর ছাড়া অনেক পর্যটক। আর হাতের কাছে ফেব্রুয়ারি -মার্চে বরফ পতন মানেই উত্তর সিকিম। ঘোরার তালিকাতে এবার থাকুক লাচুং। 

PREV
111
বসন্তের হাওয়া গায়ে মেখে হানিমুন ট্রিপ, স্নোফলের আমেজ পেতে পৌঁছে যান উত্তর সিকিম
উত্তর সিকিমের সর্বাধিক জনপ্রিয় অঞ্চল হল লাচুং। হাতের কাছে বরফ দর্শন মানেই এখন পর্যটকেরা পাড়ি জমাচ্ছেন লাচুং-এ।
211
এই এলাকাতে পৌঁছতে গেলে প্রথমে শিলিগুড়ি থেকে যেতে হবে গ্যাংটক। সেখানেই এক রাত্রি থেকে পরের দিন সকালে বেড়িয়ে পড়তে হবে লাচুং-এর উদ্দেশ্যে।
311
যাত্রাপথে পড়ে একাধিক ঝর্ণা। লাচুং যাওয়ার পথ বেশ সুন্দর। এর দূরত্ব ১৫০ কিলোমিটার।
411
এই জায়গাতে লেপচা ও ভুটিয়াদের মূলত বাস। এখানে আসার আদর্শ সময় হল মার্চ-এপ্রিয়।
511
পাহাড়ের কোলে লাচুং একটি ছোট্ট গ্রাম। এরই পাশ দিয়ে বয়ে গিয়েছে লাচুং চু নদী।
611
এখানের সব থেকে বেশি আকর্ষণ হল ইয়ামথাম ভ্যালি। এর উচ্চতা হল ১১৮০০ ফিট।
711
লাচুং থেকে ইয়ামথাম-এর দূরত্ব ১৫ কিলোমিটার। মার্চ মাসে এখানে পুরো বরফ ঢেকে থাকে।
811
এই সময় আসলে বরফের দর্শন মেলে। তবে এখানে ভ্রমণ খরচ সাপেক্ষ মোটেই নয়।
911
এখানে প্যাকেজেই মেলে খাবার। মাথাপিছু খবর পড়বে ৭ থেকে সাড়ে সাত হাজার টাকা।
1011
নির্দিষ্ট কয়েকটি হোটেল ছাড়া এখানে থাকার জায়গা নেই। তাই আগে থেকে প্যাকেজ বুকিং করেই আসতে হয় এখানে।
1111

করিনার প্রথম সন্তানের বেলাতেও অমৃতা শুভেচ্ছা জানাননি, দ্বিতীয় সন্তানের বেলাতেই একই ছবি ধরা পড়ে। 

click me!

Recommended Stories