থাকলো এই রকমই পাঁচটি জায়গা।
স্পিতি, হিমাচল প্রদেশ: ১৪ হাজার ৯৩১ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি। যদি ট্রেকিং বা ক্যাম্পিং করতে করেন তাহলে এখানে পূজোর কটাদিন কাটিয়ে আসতে পারেন। এখানকার গ্রাম গুলিও বেশ অন্যরকম, যদি চান সেখানে গিয়েও কিছুদিন কাটিয়ে আসতে পারেন।