কয়েক মাসের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, এই সময় ট্রিপ প্ল্যান করলে অবশ্যই তালিকায় রাখুন এই কয়েকটি স্থান

বৃষ্টি মাখা বর্ষার স্বাদ এবার ভ্রমণ ট্রিপে। এমনটাই যদি ইচ্ছে থেকে থাকে তবে দু-তিন মাসের মধ্যেই প্লান করে ফেলুন। এক অন্য ধাঁচের ভ্রমণে গা ভাসাতে বেছে নিন তালিকাতে থাকা এই কয়েকটি স্থানের মধ্যে একটি। 

Jayita Chandra | Published : Apr 4, 2021 1:23 PM
18
কয়েক মাসের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, এই সময় ট্রিপ প্ল্যান করলে অবশ্যই তালিকায় রাখুন এই কয়েকটি স্থান

মাণ্ডু- ভারতে বর্ষায় বেড়ানোর প্রসঙ্গে এলেই এই জায়গার নাম আসে। মধ্যপ্রদেশে অবস্থিত এই এলাকা। বর্ষায়  বর্ষায় ঘুরে আসুন চট করে।   

28

লোনাভালা- বর্ষারানি যেন এই সময়ে লোনাভালায় নেচে বেড়ায়। বর্ষায় বেড়িয়ে আসুন লোনাভালা থেকে। 

38

কোডাইকানাল- সারা বছরই সুন্দর তামিলনাড়ুর এই এলাকা। ছোট্ট পাহাড় ঘেরা এই অঞ্চলে শীতেও মানুষ ভিড় করে। তবে বর্ষায় বেড়ানোর জন্য় আদর্শ হল কোডাইকানাল। 

48

মুন্নার- গ্রীষ্মে কেরলের মানুষের প্রাণ হাঁসফাঁস করে। কিন্তু বর্ষায় কেরলের মুন্নার যেন সবুজে সেজে ওঠে। মুন্নার ঘোরার সেরা সময় বর্ষা। এক আলাদা অনুভূতি পাবেন। 

58

মাউন্ট আবু- রাজস্থানেই এই এলাকা খুব সুন্দর। তবে সেরা রূপ দেখতে মাউন্ট আবুতে যেতে হবে বর্ষায়ই।  

68

পঞ্চগনি- মহারাষ্ট্রের পঞ্চগনি সবুজে ভরা। বর্ষায় যেন প্রকৃতি দেবী নেমে আসে এই এলাকায়। সবুজ যেন আরও সবুজ যেন আরও সতেজ হয়ে ওঠে। 

78

কুর্গ- কর্ণাটকের কুর্গ সব সময়েই চোখ  জুড়িয়ে যাওয়ার মতো। বর্ষায় এখানকার ঝরণাগুলি যেন কলতান শুরু করে।  

88

মহাবালেশ্বর- পঞ্চগনি যাওয়ার পরিকল্পনা থাকলে সঙ্গে ঘুরে আসুন মহাবালেশ্বর থেকেও। এমনিতেই সাজানো এলাকা।  আর বর্ষায়ে যেন এই এলাকা ঝকঝকে সুন্দর হয়ে ওঠে। মহাবালেশ্বর যাওয়ার সেরা সময় বর্ষাই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos