ব্রিটিশ আমলে তৈরি এই কলকাতার প্রাচীন এই ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে ভুতুড়ে গল্প। ১৯৩০ সালে ৮ ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামী বিনয়, বাদল, দীনেশ সেই সময়ের পুলিশ ইন্সপেক্টর ডেনারেল কর্নেল সিম্পসনেকে গুি করে হত্যা করেন। অনেকেই বলে এখনও রাইটার্স বিল্ডিংএ নাকি ঘুরে বেড়ায় সিম্পসন সাহেবের আত্মা। রাতের ফাঁকা রাইটার্সে অনেকেই নাকি তাঁর পায়ের আওয়াজ আর কান্নার শব্দ শুনেছেন। রাইটার্স বিল্ডিংর পঞ্চম ব্লকেই এই সাহেব অফিসারকে হত্যা করা হয়েছিল। সেখানে এখনও তাঁর আত্মার নাকি অবাধ আনাগোনা রয়েছে।