আবারও ট্রাভেলে কোপ, ভয়ানক ধ্বস হিমাচলে, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন এলাকা

ভয়ানক বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ভেঙেছে একাধিক জাতীয় সড়ক। পর্যচকদের এই পথে যাতায়াতে স্থগিতাদেশ। বাতিল করা হয়েছে এই পথের সমস্ত বিমান। আবারও মহা সংকটে পর্বত এলাকা। 

Jayita Chandra | Published : Jul 13, 2021 7:09 AM IST
17
আবারও ট্রাভেলে কোপ, ভয়ানক ধ্বস হিমাচলে, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন এলাকা

১২ জুলাই ধর্মশালায় আকাশ ভাঙা বৃষ্টি, কয়েকমুহূর্তের মধ্যেই বদলে যায় পাহাড়ের চেনা ছবি। বাড়তে থাকে জলস্তর। 

27

একদিনের মাথায় একাধিক এলাকাতে ধ্বস নামে। ভেঙে যায় চন্ডিগর-মানালি জাতীয় সড়ক। 

37

গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ৭৯.৪ মিলি মিটার। ১৪ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে আবহাওয়ার। 

47

ফলে বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত বিমান। পর্যটকদের এই অঞ্চলে প্রবেশে নিশেধাজ্ঞা জাড়ি করা হয়েছে। 

57

কাঙ্গরা এলাকাতেও ভয়ানক বৃষ্টি। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। 

67

যে সকল পর্যটকেরা রয়েছেন ধর্মশালায়, তাঁদের বর্তমানে সেখান থেকে কোথাও বেরতে নিষেধ করা হয়েছে। 

77

কাঙ্গরার ডেপুটি কমিশনার নিপুন জিন্দালের কথায়, সকল পর্যটকদের অনুরোধ করা হয়েছে, এই মুহূর্তে যেন ধর্মশালা ভ্রমণ প্ল্যান বাতিল করা হয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos