অ্যাডভেঞ্চার থেকে ধর্মীয় পর্যটন, নেপালে মিলবে একাধারে সবই

শীতের আমেজ এবার শেষের পথে। মার্চ-এপ্রিলের ট্রিপ প্ল্যানিং শুরু। পরিবারের সকল সদস্যদের কথা মাথায় রেখে এবার তালিকাতে রাখুন নেপাল। ধর্মীয় স্থান থেকে শুরু করে ট্রেকিং-এর স্বাদ, সবই মিলবে সাত দিনের এই ট্রিপে। মিলতে পারে জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা।

Jayita Chandra | Published : Feb 7, 2020 8:08 AM IST
19
অ্যাডভেঞ্চার থেকে ধর্মীয় পর্যটন, নেপালে মিলবে একাধারে সবই
নেপাল ভ্রমণ মানেই একই সঙ্গে একাধিক ভ্রমণের অভিজ্ঞতা। এই জায়গায় ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে এপ্রিল মাস।
29
বর্ষার সময় এই জায়গার আলাদা সৌন্দর্য থাকে। তবে প্রথমবার বেড়াতে গিয়ে এই জায়গায় বর্ষায় না আসাই শ্রেয়।
39
নেপাল যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে। যার মধ্যে অন্যতম হল রক্সল, শিলিগুড়ি, গোরক্ষপুর, শিলিগুড়ি।
49
এখানে যেতে হলে কোনও ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না ভারতীয়দের ক্ষেত্রে। সঙ্গে ছবি সহ আইকার্ড থাকতে হবে কাছে।
59
এখানে মিলবে ট্রেকিং-এর স্বাদ। একাধিক জায়গায় ট্রেকিং হয়। এমন কী মাউন্ট এভারেস্টের ট্রেকিংও এখান থেকেই শুরু হয়।
69
ভ্রমণের তালিকাতে থাকতে পারে কাটমান্ডু, পোখরা, নগরকোর্ট প্রভৃতি। প্রতিটি জায়গাতে আলাদা আলাদা গাড়ির খরচ।
79
পোখরাতে যাওযার জন্য থাকে বিশেষ বাসের সুবিধা। যা ছারে সকাল ৭ থেকে ৭.৩০-র মধ্যে। খরচ মাথা পিছু ৬০০ থেকে ২০০০ টাকা।
89
এখানের খাওয়া খরচ মাথা পিছু ৫০০ টাকা ধরে চললেই হবে। হোটেল খরচ পরবে ১৫০০ থেকে ২০০০ টাকা।
99
এই ট্রিপের জন্য সময় লাগে সাত দিন। শেষে চিতওয়ান ফরেস্টে জঙ্গল সাফারি করার পরিকল্পনাও ভ্রমণ তালিকাতে রাখতে পারেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos