চেনা ছকেই ধরা দিচ্ছে সমুদ্র সৈকত দিঘা, খুলেছে হোটেল, বাড়ছে ভিড়

আবারও ধীরে ধীরে ছন্দে ফিরছে সমুদ্র সৈকত দিঘা। সাধারণের ভিড় দেখা যাচ্ছে বিচে। বাংলার জনপ্রিয় এই ভ্রমণ ডেস্টিনেশন শেষ কয়েকবছরে দেখে এক বিস্তর পরিবর্তীন। একের পর এক বিলাস বহুল হোটেল থেকে শুরু করে রেস্টোরা, বিচের ধারের দোকান, সবই যেন সেজে উঠেছে নতুন করে। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও তা খুলে গিয়েছে পর্যটকদের জন্য়। 

Jayita Chandra | Published : Sep 18, 2020 4:24 AM IST / Updated: Sep 18 2020, 12:37 PM IST

18
চেনা ছকেই ধরা দিচ্ছে সমুদ্র সৈকত দিঘা, খুলেছে হোটেল, বাড়ছে ভিড়

জুন মাস থেকেই উঠেছিল সাজো সাজো রব। একের পর এক হোটেল খোলার প্রস্তুতি ছিল তুঙ্গে। 

28

দফায় দফায় চলছিল বৈঠক। প্রথমে স্থির করা হয়েছিল খোলা হবে মাত্র ৩০ শতাংশ হোটেল। 

38

খুলে গিয়েছে অধিকাংশ হোলেই। খুলেছে রেস্তোরা, পাশাপাশি নিয়ম মেনেই খোলা হয়েছে সৈকতের দোকানগুলিও। 

48

তবে সর্বত্রই সতর্কতাকেই মুখ্য করে দেখছে স্থানিয় প্রশাসন। প্রতিটি হোটেলকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। 

58

If you want to go on a family trip, you can visit Digha. If you love to eat, then go for old Digha. There, you can buy all the necessary items and ask a cook to make delicious food. Many people in Digha cook very good food. You can watch the sea for several hours and make your mind peaceful. While returning, you can bring many seashells.
 

68

পর্যটকদের সুরক্ষার খাতিরে স্যানিটাইজেশন করা হচ্ছে প্রতিটা মুহূর্তে। 

78

সমুদ্রের ধারেও কড়া নজরদারি, এক জায়গায় অধিক ভিড় এড়াতে মোতায়িত পুলিশ। 
 

88


ধর্মতলা সহ বিভিন্ন জায়গা থেকে দিঘা বাস পরিসেবা এখন স্বাভাবিক। হোটেল ভাড়াও তুলনা মূলক অনেকটাই কম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos