কলকাতার গা ঘেঁসেই রয়েছে এই অত্য়াধুনিক রিসর্ট। প্রকৃতির নিবীর সান্নিধ্য আর আধুনিতকার ছোঁয়া- দুটোই একসঙ্গে পাবেন। ডিলাক্স রুম যেমন রয়েছে। তেমনই রয়েছে মাটির কুঁড়ে ঘর। তবে সর্বত্রই এসি রয়েছে। একই সঙ্গে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল। দক্ষিণ ২৪ পরগনার উত্থি রোডের ধারে বেলডাঙা গ্রামে রয়েছে এই মনোরম রিসর্ট।