হলিতে বিচ পার্টি থেকে ডেস্টিনেশন সেলিব্রেশন, কোথায় কোথায় জমে উঠছে দোল উৎসব

করোনার মাঝেই সেলিব্রেশন তুঙ্গে, নানা স্থানে নিজের মত করে সেলিব্রেশনে মেতেছে আট থেকে আশি। ভিড় জমছে ডেস্টিনেশনগুলোতেও। সাবধানতা বজায় রাখা এখন সকলেরই প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। 

Jayita Chandra | Published : Mar 28, 2021 7:09 AM IST
19
হলিতে বিচ পার্টি থেকে ডেস্টিনেশন সেলিব্রেশন, কোথায় কোথায় জমে উঠছে দোল উৎসব

শান্তিনিকেতনঃ দোল মানেই এক কথায় শান্তিনিকেতন। দোল উৎসবের প্রাণ কেন্দ্রও বলা চলে। প্রতি বছর এখানে  এবর আর ভিড় নেই, তবে স্বল্প আয়োজন হলেও চলছে উৎসব। 

29

দিঘাঃ বন্ধুদের সঙ্গে হুল্লোর পাশাপাশি বিচ পার্টি, দুইয়ের স্বাদ নিতে পৌঁচ্ছে যান দিঘা। 

39

গোয়াঃ গোয়াতে সৈকতে রঙ খেলার মজাই আলাদা। সমুদ্রের পার এদিন হয়ে ওঠে রঙিন। জলের রঙ যায় বদলে। 

49

বকখালিঃ বকখালি। হাতে যদি সময় কম থাকে তবে ঘুরে আসা যেতে পারে বকখালি থেকে। বন্ধুরা মিলে দোলের উপভোগ  করুন ছুটি। 

59

বৃন্দাবনঃ বৃন্দাবনেও দোল খেলা হয় মহাসমারহে। আবিরের রঙে এখানে এক আলাদা আমেজ। 

69

মায়াপুরঃ শ্রীকৃষ্ণের স্থান মানেই সেখানে দোল উৎসবের আকর্ষণ সবার আগে। তাই প্রতি বছর মায়াপুরে নামে  মানুষের ঢল। 

79

নবদ্বীপঃ নবব্দীপে দোল উৎসব এক কথায় দেখার মত। হাজার হাজার ভক্তের ভিড় হয় এই স্থানে। 

89

পুরীঃ পুরী সমুদ্রের ধারের চিত্রটাও দোলে একই থাকে। সঙ্গে যোগ দেয় জগন্নাথ দর্শনের সুখ। 

99

চাঁদিপুরঃ উড়িষ্যার এই অঞ্চল এখন পর্যটকদের নতুন আকর্ষণ। এক রাত্রীর জন্য পৌঁছে যেতে পারেন এখানেও। 

Share this Photo Gallery
click me!

Latest Videos